রাজ্যের খবর

ভাঙ্গড়ে যুবকের ঝুলন্ত দেহ, স্ত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগ

Young man's body found hanging in Bhangarh, wife charged with murder

Truth Of Bengal: ইয়ামুদ্দিন সাহাজী,ভাঙ্গড়: জাউলগাছি এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার হয় সৌমেন মন্ডল নামে এক যুবকের ঝুলন্ত দেহ। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর সময় বাড়িতে উপস্থিত ছিলেন শুধুমাত্র সৌমেন ও তার স্ত্রী।

দিঘা বেড়াতে গিয়েছিলেন সৌমেনের বাবা প্রশান্ত মন্ডল ও মা পূর্ণিমা মন্ডল। ফিরে এসে তাঁরা দেখতে পান, বাড়িতে তালা এবং কেউ নেই। পুত্রবধূ দাবি করেন, সৌমেন বন্ধুর বাড়িতে আছেন। তবে সন্দেহ হওয়ায় তাঁরা তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং শৌচাগারে ছেলের মৃতদেহ ঝুলতে দেখেন।

সৌমেনকে তড়িঘড়ি করে নলমুড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর ঘটনাস্থলে আসে ভাঙ্গড় থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সৌমেনের বাবা-মা অভিযোগ করেছেন, তাঁর স্ত্রী-ই খুন করে মৃতদেহ ঝুলিয়ে দিয়েছে। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরেই পুত্র ও পুত্রবধূর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার পর থেকে পুত্রবধূ পলাতক এবং তাঁর অবস্থান এখনও জানা যায়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

 

 

 

Related Articles