রাজ্যের খবর

নদীতে মাছ ধরতে গিয়ে তলিয়ে গেল যুবক, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়

Young man fell into the river

The Truth of Bengal: পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক যুবকের। মু্র্শিদাবাদের সাগরপাড়া থানার ভারত- বাংলাদেশ সীমান্তের সিংপাড়া পদ্মা নদীতে এই ঘটনা ঘটেছে। মৃত যুবকের নাম বিষ্ণুপদ হালদার,বয়স (২৬) বছর। তার বাড়ি সাগরপাড়া সিংপাড়া কলোনীতে। প্রতিদিন সে সিংপাড়ার নিচে পদ্মা নদীতে মাছ ধরতে যায়। প্রতিদিনের মত আজকেও সকাল ছটার সময় মাছ ধরার উদ্দেশে বাড়ি থেকে নদীতে নেমেছিল। প্রচন্ড ঠান্ডার মধ্যে নদীতে মাছ ধরার জন্য জাল গোটাচ্ছিল। সেই  সময়  অসাবধানতা বশত জালে পা আটকে যায়।

তারপর সে নদীতে পড়ে যায়। প্রচণ্ড ঠান্ডার কারণে জল থেকে উঠতে না পাড়ায় সেখানেই মৃত্যু ঘটে। কিছুক্ষণ পর  পাশে জেলেরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পৌঁছায় বিএসএফ আধিকারিক এবং সাগরপাড়া থানার পুলিশ প্রসাশন। তড়িঘড়ি বড়ো জাল নামিয়ে বিষ্ণু হালদারকে খোঁজখুজি শুরু হয়। শেষ পর্যন্ত নদীতেই তার নিথর দেহ উদ্ধার হয়। ঘটনার পর নদীর ধারে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। মৃতদেহ উদ্ধারের পর পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মাত্র দুই বছর আগে বিয়ে হয়েছিল বিষ্ণু হালদারের। নদীতে মাছ ধরেই তার জীবিকা নির্বাহ হত। বাড়িতে স্ত্রী,বৃদ্ধা মা রয়েছে। হঠাৎ মৃত্যুতে পরিবারের মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। অসহায় পরিবার এখন কিভাবে সংসার চলবে তা ভেবেই কুল পাচ্ছে না। ঘটনার পর সাগরপাড়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মৃতদেহটি বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে।

Related Articles