রাজ্যের খবর
World Environment Day : শিল্প তালুকের মধ্যে গাছ লাগালেন শ্রমিকরা
World Environment Day: Workers planted trees in industrial taluk

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান, দুর্গাপুর : বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো পানাগড় শিল্প তালুকের রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্লান্টে। এদিন সকাল ১১টা থেকে কারখানার সমস্ত শ্রমিকরা ও কারখানার আধিকারিকরা পরিবেশ দিবসের দিনে পরিবেশ রক্ষা করার শপথ গ্রহণ করেন। এর পাশাপাশি এদিন কারখানা চত্তরে ১২০ টি বৃক্ষ রোপন করা হয়।
কারখানার আধিকারিক রাহুল সিং জানিয়েছেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তারা সকলেই শপথ গ্রহণ করেছেন তারা প্রত্যেকেই একটি করে বৃক্ষরোপণ করবেন এবং সেই বৃক্ষ গুলি যাতে রক্ষণাবেক্ষণ সঠিকভাবে হয় তার দিকেও তারা নজর রাখবেন। পাশাপাশি আশেপাশের সমস্ত মানুষকে তারা বৃক্ষ রোপনের প্রতি উৎসাহ প্রদান করবেন। তিনি জানিয়েছেন “আজকের দিনে তারা ১২০ টি বৃক্ষরোপণ করেছেন। আগামী দিনে তাদের লক্ষ্য ১০০০ টি বৃক্ষ রোপন করবেন।”