রাজ্যের খবর

সুড়ঙ্গে আটকে বাংলার শ্রমিকরা, উদ্বিগ্ন পরিবারের পাশে প্রশাসন

Uttarkashi tunnel

The Truth of Bengal: উত্তরকাশীর সুড়ঙ্গে এখনও আটকে ৪১জন যুবক। যাঁদের মধ্যে ২জন হুগলির পুরশুড়ার বাসিন্দা।এখন উত্কন্ঠায় কাটছে জয়দেব প্রামাণিক ও সৌরভ পাখিরার পরিবারের জীবন।বারবার উদ্ধারকাজ থমকে যাওয়ায় উদ্বেগ বেড়েছে তাঁদের পরিবারের। পাশে দাঁড়িয়েছে প্রশাসন।যান সাংসদ অপরূপা পোদ্দার। উত্তরকাশির সুড়ঙ্গে এতদিন কেটে যাওয়ার পরেও এখনো আটকে ৪১ জন যুবক। তাদেঁক মধ্যে রয়েছেন দুজন হুগলির পুরশুরা এলাকার বাসিন্দা। তাঁরা হলেন জয়দেব প্রামাণিক ও সৌরভ পাখিরা।

বারবার আশার আলো দেখা গেলেও সুস্থ অবস্থায় ফিরে আসার সুরাহার পথ মিলছে না। থমকে যাচ্ছে উদ্ধার কাজ। তাতে আরও উতকন্ঠায় বাংলার শ্রমিকদের পরিবার।চোখে জল এসে যাচ্ছে,নাওয়া খাওয়া বন্ধ হওয়ার জোগাড় দরিদ্র পরিবারগুলোর। কঠিন পরিস্থিতিতে পরিবারগুলো যাতে মনবল না হারান সেজন্য পাশে দাঁড়িয়েছেন প্রশাসনের কর্তারা।সবরকম সাহায্যের আশ্বাস দি্চ্ছেন তাঁরা।তৃণমূল সাংসদ নিজের হাতে জয়দেব প্রামাণিক এর মাকে গ্লুকোজ খাওয়ান।

দুই যুবকের পরিবারের সঙ্গে দেখা করে সাংসদ বলেন,এতদিন ধরে ছেলেগুলো যেখানে আটকে আছে সেটা খুবই উত্কন্ঠার।রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় সব সময় বিষয়টির দিকে নজর রেখেছেন। মুখ্যমন্ত্রী নিজে  তৃণমূল কংগ্রেস দলীয়ভাবে  সব সময় এই দুই পরিবারের পাশে থাকবে বলেও কথা দেন সাংসদ।পরিবারের পাশে আছে প্রশাসন।উত্তরাখণ্ড প্রশাসনের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।এখন কবে উদ্বেগের প্রহর কাটবে,কবে ঘরের ছেলেরা ঘরে ফেরে সেদিকেই তাকিয়ে পরিবার পরিজনের মতোই বাংলার সরকারের কর্তাও জনপ্রতিনিধিরাও।

Related Articles