রাজ্যের খবর

অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ, মানুষের পরিষেবায় নিজেই ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কার করছেন কাউন্সিলর

Work is suspended indefinitely, councilor is cleaning up garbage with a broom himself in the service of the people

Truth of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: বকেয়া টাকা সহ একাধিক সমস্যা নিয়ে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে সাফাই কর্মীরা। এলাকায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই মহিলা কাউন্সিলর এবং তার স্বামী নিজেই সেই আবর্জনা পরিষ্কার করতে রাস্তায় নামল। দুইজনকেই দেখা গেল ঝাঁটা হাতে রাস্তার সেই আবর্জনা পরিষ্কার করতে। ঘটনাটি নদীয়ার কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের।

কৃষ্ণনগর পৌরসভায় বেশ কিছুদিন ধরে সাফাই কর্মীদের সঙ্গে তাদের বকেয়া টাকা সহ বেতন বৃদ্ধি আরো একাধিক ইস্যু নিয়ে সমস্যা চলছিল। সেই কারণেই সাফাই কর্মীদের যে সংগঠন রয়েছে তারা সিদ্ধান্ত নেয় যে তারা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রাখবেন। এরপরই বিভিন্ন ওয়ার্ডের সাধারণ যারা মানুষ রয়েছে তারা সমস্যায় পড়ে। বাড়ির সামনে আবর্জনা জমে দুর্গন্ধ বেরুতে শুরু করে।

সোমবার সকালে দেখা গেল কৃষ্ণনগর পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কংগ্রেস মহিলা কাউন্সিলর এবং তার স্বামী পথে নেমে নিজেই পরিষ্কার করছেন সেই আবর্জনা। তবে তাদের এই কাজকে সাধুবাদ জানিয়েছেন ওই ওয়ার্ডের বিভিন্ন বাসিন্দারা। তারা বলেন বরাবরই ওই কাউন্সিলর আমাদের সাহায্য করে। এবং তিনি আজ যে কাজ করছেন তাকে ধন্যবাদ জানাই।

Related Articles