
The Truth of Bengal: আম বাগানের গাছ কাটার প্রতিবাদ জানিয়েছিলেন, তারই চরম মূল্য দিতে হল এক মহিলাকে। এক যুবক কুড়ুল দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করলেন এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানা এলাকার কড়াইল গ্রামে। ঘটনার পর থেকে অভিযুক্ত এলাকা ছাড়া। মৃতের নাম গেড়ি বিবি (৬০)
স্থানীয় সূত্রের খবর, গেড়ি বিবির একটি আম বাগানে গাছের ডাল কাটছিল, স্থানীয় যুবক পিয়ারুল শেখ। বিষয়টি দেখে প্রথমে বাধা দেয় গেড়ি বিবির ছেলে মণিরুল শেখ। তার সঙ্গে বচসা বাঁধে, এরপরেই বাধা দিতে এগিয়ে যান গেড়ি বিবি। এর পরেই পিয়ারুল দুজনের উপর কুড়ুল নিয়ে হামলা চালায়। ঘটনায় দুজনেই গুরুতর জখম হন। দুজনকে রক্তাক্ত অবস্থায় ফেলে, এলাকা থেকেই চম্পট দেয় পিয়ারুল।
পুলিশ সূত্রের খবর, প্রথমে স্থানীয় বাসিন্দারা দুজনকে নিয়ে যায় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানে গেড়ি বিবির শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদর মেডিক্যাল কলেজ হাসপাতালে, সেখানে নিয়ে যাওয়ার পথেই গেড়ি বিবির মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে। এবং তাঁর বিরুদ্ধে, ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।