ছাড়া পাবে বন্দি জওয়ান? পাক রেঞ্জার আটক হওয়ায় আশায় দিন গুনছে পরিবার
Will the captive jawan be released? Family counting days in hope as Pak Ranger is detained

Truth Of Bengal: প্রায় ১৩ দিন ধরে পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (BSF)-র জওয়ান পূর্ণম কুমার সাউ। তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। ভুলবশত পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন তিনি। সেই থেকে এখনও তাঁকে ছাড়েনি পাকিস্তান।
এই পরিস্থিতিতে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পূর্ণমের পরিবার। তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ পাঠানকোট ঘুরে এসেছেন স্বামীর খোঁজে। তাঁর চোখে এখন একটু আশার আলো, কারণ শনিবার রাজস্থানের সীমান্ত থেকে এক পাক রেঞ্জারকে আটক করেছে ভারতীয় BSF। রজনীর মতে, “এবার হয়তো পাকিস্তান নিজেদের রেঞ্জারকে ফেরত পেতে আমাদের পূর্ণমকে ছেড়ে দেবে।” তিনি আরও বলেন, “বিএসএফ এর তরফে ফোন করে জানানো হয়েছে চিন্তার কিছু নেই। উপর মহল পর্যন্ত কথা হয়েছে। খুব শীঘ্রই পূর্ণমকে ছেড়ে দেওয়া হবে।”
গতকাল পাকিস্তানের ফোর্ট আব্বাস সীমান্তে এক পাক জওয়ানকে আটক করে ভারতীয় বাহিনী। এরপরই পাকিস্তান দ্রুত ফ্ল্যাগ মিটিং-এর জন্য ছুটে আসে এবং তাদের জওয়ানকে মুক্তির দাবি তোলে। কিন্তু BSF তাতে গুরুত্ব দেয়নি। উল্লেখ্য, পূর্ণম ভুল করে পাকিস্তানে প্রবেশ করেছিলেন, তখন ভারত বারবার ফ্ল্যাগ মিটিং করলেও পাকিস্তান কোনও জবাব দেয়নি। এবার ভারত যেন মোক্ষম জবাব দিয়েছে—তাদের রেঞ্জার আটক করে বুঝিয়ে দিয়েছে, একতরফা আচরণ আর বরদাস্ত করা হবে না। এখন রজনী ও তাঁর পরিবার আশায় বুক বেঁধেছেন, খুব শীঘ্রই পূর্ণম ঘরে ফিরবেন।