রাজ্যের খবর

জিনিসপত্রের এত দাম কেন? পথে নেমে জবাব চাইল কংগ্রেস

Why are things so expensive? Congress takes to the streets to demand answers

Truth Of Bengal: প্রদেশ কংগ্রেসের নয়া সভাপতি হিসেবে কাজ শুরু করেছেন শুভঙ্কর সরকার। অধীর চৌধুরীর পর বিধানভবনের দায়িত্বে তিনি। সভাপতি হওয়ার পর এই প্রথম এক যোগে রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি। সেই মতো শনিবার রাজ্যের প্রত্যেকটি বাজারে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করল প্রদেশ কংগ্রেস। উত্তরবঙ্গের কর্মসূচিতে শুভঙ্কর সরকার নিজে যোগ দিয়েছিলেন।

মহানগরী কলকাতাতেও এদিন কংগ্রেসের পক্ষ থেকে মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সংগঠিত হয়। দক্ষিণ কলকাতা ও উত্তর কলকাতার বিভিন্ন বাজারে প্রতিবাদে সামিল হন কংগ্রেসকর্মী সমর্থকরা। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির কারণে জিনিসপত্রের অগ্নিমূল্য বলে অভিযোগ কংগ্রেসের। সেই সঙ্গে রাজ্য কেও নিশানা করেন কংগ্রেসের নেতাকর্মীরা। জিনিসপত্রের এই অগ্নিমূল্যের কারণে সাধারণ মানুষের দিশেহারা অবস্থা। শাকসবজি থেকে অন্যান্য সামগ্রী কিনতে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে।

এদিন দক্ষিণ কলকাতার যদু বাবুর বাজারে কংগ্রেস নেতা প্রদীপ প্রসাদের নেতৃত্বে বিক্ষোভ সংঘটিত হয়। তাঁর অভিযোগ, এই মূল্যবৃদ্ধির ফলে সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের সংসার চালানোটা খুবই অসম্ভব হয়ে উঠেছে। মূল্যবৃদ্ধি রোধ করতে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। কলকাতার অন্যান্য বাজারেও স্থানীয় নেতৃত্বের উপস্থিতিতে এদিন প্রতিবাদ সংগঠিত হয়। কেন্দ্র এবং রাজ্য মূল্যবৃদ্ধি হ্রাস করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক এই দাবি জানানো হয় এ দিনের কর্মসূচি থেকে।

Related Articles