রাজ্যের খবর

কারা ছিঁড়ল রচনার প্রচারের ফ্লেক্স! সাত সকালে হইচই চুঁচুড়ায়

Who tore the flex of the promotion of composition!

The Truth Of Bengal : তরুণ মুখোপাধ্যায়, হুগলি :   হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ছেঁড়া কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চুঁচুড়া বিধানসভা এলাকার ২৯ নম্বর ওয়ার্ডের মনসা তলায়। স্থানীয় মানুষদের অভিযোগ এদিন সকালে মনসাতলায় রচনার যে ফ্লেক্স গুলো লাগানো হয়েছিল সেগুলোকে কে বা কারা রাতের অন্ধকারে ছিঁড়ে দিয়েছে।

এদিন তৃণমূল কংগ্রেস নেতৃত্বে অভিযোগ, “এবারে হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের নিশ্চিত পরাজয় হচ্ছে। এর জ্বালায় বিজেপির দুষ্কৃতিকারীরা এই কান্ড ঘটিয়েছে। ওরা নোংরা খেলায় নেমেছেন, অতীতে আমাদের এখানে অনেকগুলি নির্বাচন হয়েছে কিন্তু এই ধরনের কাজকর্ম সাম্প্রতিক অতীতের কখনো দেখা যায়নি। এই কেন্দ্রের নির্বাচনী ময়দানে বিজেপি সবদিক থেকে পিছিয়ে পড়ে তারা এই ধরনের নোংরামির আশ্রয় নিয়েছে।”

অন্যদিকে বিজেপির হুগলি লোকসভা সাংগঠনিক জেলার সম্পাদক সুরেশ সাউ বলেন, ” আমাদের এত সময় নেই যে রচনার পোস্টার ছিঁড়ব। কারণ আমাদের কর্মীরা নির্বাচনে এতটা ব্যস্ত তারা বাড়ি পর্যন্ত ফিরতে পারছেন না। এটা তৃণমূলের দুষ্কর্ম। কারণ এর আগেও এই অঞ্চলে এইরম ধরনের কাজ হয়েছে। চুঁচুড়া শহর জুড়ে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ সেটারই বহির্প্রকাশ এটা।”

Related Articles