Lok Sabha Result 2024: কাঁথিতে পরাজয় নিয়ে তৃণমূল প্রার্থী উত্তম বারিকের নিশানায় কে?
Who is the target of Trinamool candidate Uttam Barik after defeat in Kanthi?

Bangla Jago Desk : কাঁথি লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের কাছে ছিল প্রেস্টিজ ফাইট। সেই প্রেস্টিজ ফাইটে পরাজিত হতে হয়েছে তৃণমূল প্রার্থী উত্তম বারিককে। এই কেন্দ্র থেকে বিজয়ী হয়েছেন বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারী। গত লোকসভা নির্বাচনে কাঁথি কেন্দ্র থেকে বিজয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শিশির অধিকারী। তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ত্যাগ করে তিনি এখন বিজেপি শিবিরের। ঘাসফুল এবার এই কেন্দ্রে উত্তম বারিক এর উপর ভরসা রাখেন। তবে শেষ রক্ষা হয়নি। ভোট গণনার সময় এই কেন্দ্রের ফলাফলে সাপলুডোর খেলা চলে। কখনো এগিয়ে যান তৃণমূল প্রার্থী আবার কখনো বা বিজেপি প্রার্থী। শেষ পর্যন্ত ৪৭ হাজারের বেশি ভোটে জয়লাভ করেন বিজেপির সৌমেন্দু। সৌমেন্দু অধিকারীর কাছে উত্তম বারিক ৪৭ হাজার ৭৬৪ ভোটে পরাজিত হন। সৌমেন্দু অধিকারী পান ৭ লক্ষ ৬৩ হাজার ১৯৫ টি ভোট। অন্যদিকে তৃণমূল প্রার্থী উত্তম বারিক পেয়েছেন ৭ লক্ষ ১৫ হাজার ৪৩১ টি ভোট।
কেন তৃণমূল এই আসনে হারল? এই নিয়ে শুরু হয়েছে চর্চা। কেন পরাজয় ঘটল তৃণমূল প্রার্থীর? তৃণমূল কংগ্রেস প্রত্যাশা করেছিল কাঁথি কেন্দ্রটি এবারও তৃণমূলের দখলেই আসবে। গত বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে তৃণমূলের এই বিশ্বাস তৈরি হয়। ভোটের ফলাফলে দেখা যায় গত বিধানসভা ভোটে জয়লাভ করা এমন অনেক বিধানসভাতেও এবার পিছিয়ে গিয়েছে তৃণমূল। বিশেষ করে রাজ্যের মন্ত্রী অখিল গিরির বিধানসভা কেন্দ্র রামনগরেও তৃণমূল প্রার্থী পিছিয়ে পড়েন। সরাসরি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক। প্রচারে যথাযথভাবে গা না লাগানোর অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রীর বিরুদ্ধে। অখিল গিরি এবং তার পুত্র প্রকাশ গিরি এবং আরও কিছু নেতা প্রচারে সর্বতোভাবে সাহায্য করেননি বলে অভিযোগ।
এই নিয়ে আবার পাল্টা অভিযোগ করেছেন অখিল পুত্র প্রকাশ। নির্বাচনী কাজে তাদের যথাযথভাবে ব্যবহার না করার অভিযোগ করেছেন তিনি। সূত্রের খবর, অখিল গিরি ও তার পুত্রের বিরুদ্ধে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে নালিশ জানাতে পারেন উত্তম বারিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফিরলে এই নিয়ে অভিযোগ করতে পারেন তিনি। আগামী শনিবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনস্থিত দলীয় কার্যালয়ে জয়ী ও পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক করবেন দলের শীর্ষ নেতৃত্ব। ওই বৈঠকেও বিষয়টি উঠে আসতে পারে।
অবশ্য রাজ্যের মন্ত্রী অখিল গিরি জানান, কেন এই পরাজয় তা পর্যালোচনা করে দেখতে হবে। অনেক জায়গাতেই দলের ভোট কমেছে। রামনগরেও ভোট কমেছে। এই ভোট কমার কারণ খতিয়ে দেখতে হবে।