রাজ্যের খবর

lok sabha election 2024: লোকসভার হাড্ডাহাড্ডি লড়াইয়ে বীরভূম কার দখলে

lok sabha election 2024: Who is in possession of Birbhum in the Lok Sabha battle

The Truth of Bengal,পার্থ দাস,বীরভূম : লোকসভার ঢাকে কাঠি পড়ার আগেই বীরভূমে দলীয় প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে  দেওয়াল লিখনে নেমে পড়েছেন তৃণমূল কর্মীরা। গেরুয়ার ঝলক দেখার আগেই সবুজে সবুজ লালমাটির জেলার এই অন্যতম লোকসভা কেন্দ্রে। দেওয়াল লিখনেও তাঁরা পিছিয়ে, লড়াইয়ের রণকৌশলই ঠিক করতে পারেনি বাম-কংগ্রেস। অগোছালো বিরোধীদের এই এলোমেলে অবস্থায় পূর্ণ সুযোগ নিতে তৈরি তৃণমূল কংগ্রেস।  বীরভূম লোকসভা কেন্দ্রে কোন পক্ষের স্বর কতটা উঁচু হয়,কে কাকে কতটা পিছনে ফেলতে পারে তা নিয়ে রাজনীতির সুর চড়ছে। বিজেপির বারবার বলতো কেষ্টগড়ে কেষ্ট-র টনিক নিয়েই তৃণমূল জয় হাসিল করত। এবার অনু্ব্রত মণ্ডল জেলবন্দি থাকায় বিজেপির সেকথা বলার জায়গাই নেই। আশা করা হচ্ছিল,বিজেপি এবার তৃণমূলের সঙ্গে লড়ে নেবে। হাঁকডাক যতটা করা হয়েছিল,ভোটের মাঠে সেই খেলা দেখাতে এখনও সেভাবে দেখা যাচ্ছে না বিজেপিকে। চব্বিশের রাশ  নিজেদের হাতে রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই রাজনৈতিক কৌশল বদল করেন।একক নেতৃত্বের ধারণা ছেড়ে যৌথ নেতৃত্বে ভরসা রাখেন।কোর কমিটির নিয়ন্ত্রণে ভোটে জয় হাসিল করতে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি যখন সিএএ আর দুর্নীতির কথা বলে আসর গরম করতে চায় তখন তৃণমূলের তুরুপের তাস, প্রতিহিংসার রাজনীতি বা বঞ্চনার ইস্যু।লালমাটির জেলায় গেরুয়া বনাম সবুজের খেলার মাঝে ময়দানে নামার তোড়জোড় করছে বাম-কংগ্রেসও।তাই বহুদলীয় লড়াইয়ের মুড বুঝতে আমরা বেছে নিই  বীরভূম লোকসভা।কোন জাদুতে জনতার মন জয় করবে বিজেপি ? তার ব্যাখা  অবশ্য বিজেপি নেতাদের কাছে নেই। সংবাদমাধ্যমের শিরোনামে জায়গা দখল করে নেওয়া এই বীরভূমের ভোটের চিত্র দেখে নেওয়া দরকার।

এক নজরে বীরভূম লোকসভা কেন্দ্র

  • বীরভূম লোকসভায়  ৭টি  বিধানসভা  কেন্দ্র
  • সিউড়ি,দুবরাজপুর,সাঁইথিয়া,রামপুরহাট
  • নলহাটি, হাসান, মুরারই বিধানসভা
  • মোট ভোটার ২৮ লক্ষ ৮৮হাজার
  • পুরুষ ভোটার ১৪ লক্ষ ৬৪ হাজার
  • মহিলা ভোটার ১৪ লক্ষ ৪৪ হাজার

বীরভূম লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে ৭ টি বিধানসভা কেন্দ্র।যারমধ্যে বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেস পায় সাঁইথিয়া,সিউড়ি,রামপুরহাট,মুরারই,হাসান আর বিজেপির দখলে যায় দুবরাজপুর।অনুব্রত মণ্ডল না থাকায় বিজেপি প্রথমে ভেবেছিল ফাঁকা মাঠে গোল দেবে।কিন্তু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাশ হাতে নিতেই কী মোড় ঘুরছে?

  • ২০১৯ এর লোকসভা ভোটের ফলাফল
  •  তৃণমূলের  শতাব্দী রায় পান ৬৫৪০৭০ ভোট
  •  বিজেপির দুধ কুমার মণ্ডল  ৫৬৫১৫৩টি ভোট
  • সিপিএমের  রেজাউল করিম ৯৬,৭৬৩টি ভোট
  • জাতীয় কংগ্রেসের ইমাম হাসান ৭৫,৪৫১টি ভোট

একসময়ে লালদুর্গ বলে পরিচিত ছিল বীরভূম।রামচন্দ্র ডোমের কোনও উত্তরসূরী কী এবার এই লোকসভায় ছাপ রাখতে পারবে ? ডান-বাম বা বিজেপি-তৃণমূল কোনপক্ষের প্রতি বীরভূমের মানুষ আস্থা রাখে সেটাই বড় বিষয়।বিরোধীরা যখন সরকার বিরোধী প্রচারে নামতে তৈরি তখন  তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির ইমেজ আর উন্নয়নের রাজনীতিকেই হাতিয়ার করতে চায়।

Related Articles