রাজ্যের খবর

লড়াই করতে গিয়ে বিপাকে গজরাজ, বেসামাল হয়ে পড়ল পাঁকে

While fighting, Gajraj was in trouble, and Panke fell into disarray

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : দুই দাঁতালের লড়াইয়ে অসুস্থ এক দাঁতাল পাশে থাকা জলাশয়ের ডোবায়। অসুস্থ দাঁতাল হাতি টিকে উদ্ধারের চেষ্টা এলাকাবাসির। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের বালিগাড়িয়া এলাকায় গতকাল রাত্রে বেলায় দুই দাঁতাল তুমুল লড়াই করে। লড়াই চলাকালীন একটি দাঁতাল হাতি পাশে থাকা একটি জলাশয় ডোবাতে পড়ে যায়। সঙ্গে থাকা দাঁতালটি এলাকা ছেড়ে চলে যায়। আজ সকালে এলাকাবাসীরা দেখতে পান।

ডোবায় পড়ে থাকা দাঁতাল হাতি টি খুবই অসুস্থ এবং ওই জলাশয় ডোবা থেকে কিছুতেই বের হতে পারছে না। এলাকাবাসীরা চেষ্টা চালিয়েও তাকে ডোবা থেকে বের করতে পারছে না। যদিও বনদপ্তরে খবর দেওয়া হলে এখনো পর্যন্ত বনদপ্তর এসে অসুস্থ হাতে টিকে ডোবা থেকে বের করার কোন ব্যবস্থা করেনি।

Related Articles