আধার সমস্যার সমাধানে বড় পদক্ষেপ রাজ্যের, চালু হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এবং বিশেষ পোর্টাল
WhatsApp number and special portal launched to solve Aadhaar problem

The Truth Of Bengal : আধার সমস্যার সমাধানে বড় পদক্ষেপ রাজ্যের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্ন থেকে চালু করা হল নতুন হোয়াটসঅ্যাপ নম্বর। রাজ্যের চালু করা সেই হোয়াটসঅ্যাপ নম্বরটি হল ৯০৮৮৮৮৫৫৪৪। জানানো হয়েছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে প্রশাসন পাশে থাকবে। যাঁদের আধার কার্ড বাতিল হয়েছে তাঁদের সুরাহায় প্রশাসন। শুধু তাই নয় স্বস্তি দিতে চালু করা হয়েছে বিশেষ পোর্টালও। সেই পোর্টালের ঠিকানাটি হল ‘রাজ্যেরআধারসমস্যার.com’।
আচমকাই কেন্দ্রের তরফে বাতিল করে দেওয়া হচ্ছে বহু আধার কার্ড। বিশেষত এই আঘাত এসে পড়ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর। আধার বাতিল হওয়া নিয়ে চিঠি যাচ্ছে সাধারণ মানুষের বিরুদ্ধে। ফলত বিভ্রান্তির শিকার হচ্ছেন বহু মানুষ। এই নিয়ে সরব হয়েছে রাজ্যের শাসক শিবির। ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী নিজে। উক্ত বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাঁর হস্তক্ষেপ চেয়ে চিঠিও লিখেছেন মুখ্যমন্ত্রী। এতকিছুর পরেও সাধারণের পাশে এসে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। রাজ্যের তরফে কথা দেওয়া হয়েছে যে যাদের আধার কার্ড নেই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করবে রাজ্য সরকার। সেই কথা রেখেছেন তাঁরা। চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর এবং বিশেষ পোর্টাল।
FREE ACCESS