রাজ্যের খবর

গোটা সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? জানুন আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস

What will the weather be like throughout the week? Know the forecast of Alipore Meteorological Office

Truth Of Bengal: দক্ষিণ বঙ্গপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫.৮ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে মঙ্গলবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের কিছু জেলায় যেমন ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি হতে পারে। অন্যদিকে, বাকি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে।

সোমবার রাতের পর থেকে পরবর্তী সাত দিন রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বর্ধমান এবং পুরুলিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Related Articles