বাংলার মানুষের শান্তিতে থাকার দিন শেষ, বাজি বিস্ফোরণ আরও যা বললেন, দেখুন ভিডিয়ো
What did Dilip Ghosh say about the BJP MLAs' Delhi march demanding a separate state?

Truth Of Bengal: পাথরপ্রতিমায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয় একই পরিবারের ৮ সদস্যের মৃতদের মধ্যে ২ সদ্যোজাত সহ ৪ শিশু। মৃত অরবিন্দ বণিক, ঠাকুমা প্রভাবতী বণিক, সান্ত্বনা বণিক অর্ণব বণিক, অস্মিতা বণিক, অনুষ্কা বণিক, অঙ্কিত বণিক। সোমবার রাতে বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। এই ঘটনা নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বাংলার মানুষের শান্তিতে থাকার দিন শেষ, মন্তব্য করেন তিনি। আরও বলেন, বাংলার মানুষের শান্তিতে থাকার দিন শেষ! বাজি বিস্ফোরণ নিয়ে এই ভাষাতেই সুর চড়ালেন দিলীপ ঘোষ।
আলাদা রাজ্যের দাবিতে বিজেপি বিধায়কদের দিল্লি যাত্রা নিয়ে কি বললেন দিলীপ ঘোষ? pic.twitter.com/7UZLIw0VkC
— TOB DIGITAL (@DigitalTob) April 1, 2025
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে পাখির চোখ করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক পারদ এখন থেকেই চড়তে শুরু করেছে। পুরনো অনেক ইস্যু আবার নতুন করে সামনে উঠে আসছে। উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চেয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগঠিত হয়েছে। বিজেপির রাজ্যসভার সাংসদ উত্তরবঙ্গের অনন্ত মহারাজ আবারও উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক সেই দাবি জানান।
আলাদা রাজ্যের দাবিতে বিজেপি বিধায়কদের দিল্লি যাত্রা নিয়ে কি বললেন দিলীপ ঘোষ? pic.twitter.com/7UZLIw0VkC
— TOB DIGITAL (@DigitalTob) April 1, 2025
উত্তরবঙ্গ থেকে নির্বাচিত বিজেপির সাংসদ, বিধায়করাও বিভিন্ন সময়ে আলাদা রাজ্যের পক্ষে সওয়াল করেছেন। এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ১০ বিধায়ক এই দাবিতে দিল্লি যেতে চলেছেন। সূত্রের খবর, তাদের দাবির স্বপক্ষে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে আলোচনায় বসতে চান। বিজেপির উত্তরবঙ্গের সাংসদ, বিধায়করা আলাদা রাজ্যের পক্ষে থাকলেও সরাসরি রাজ্য বিজেপি নেতৃত্ব সেই দাবিকে সমর্থন জানায়নি। তবে নানাভাবে এই ইস্যুকে উসকে দিয়েছেন অনেকেই।
উত্তরবঙ্গের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর উত্তরবঙ্গে উন্নয়নের জোয়ার এসেছে। তবে বিজেপি অনুন্নয়নকেই হাতিয়ার করে বিধানসভা নির্বাচনের আগে আবারও পুরনো ইস্যুকে সামনে তুলে আনতে চেষ্টার ত্রুটি রাখছে না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ এই ইস্যুকে ফের উস্কে দিলেন।
উত্তরবঙ্গে আলাদা রাজ্যের দাবি নিয়ে বিভিন্ন সময়ে যে আন্দোলন সংঘটিত হয়েছে কার্যত সেই দাবির পক্ষে সহমত জানালেন। তবে বিজেপি বিধায়কদের এই নিয়ে দিল্লিতে যাওয়ার প্রসঙ্গ এড়িয়ে গেলেন তিনি। উত্তরবঙ্গে উন্নয়ন হয়নি তাই এ ধরনের আলাদা রাজ্যের দাবির আন্দোলন বলে মত এই বিজেপি নেতার।
বিজেপি বিধায়করা যে আলাদা রাজ্যের পক্ষে নয় বা দিল্লি যাচ্ছেন না সে কথা বললেন না দিলীপ ঘোষ। বিষয়টি এড়িয়ে গেলেন তিনি। বিজেপির এই অবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের দাবি বিজেপি বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দিচ্ছে। পশ্চিমবঙ্গের অখন্ডতা ভাঙতে চাইছে। তৃণমূল তা কখনোই হতে দেবে না। তৃণমূল সবসময়ই পশ্চিমবঙ্গকে বুক দিয়ে আগলে রাখতে চাই।