West Bengal Voter List: পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম বাদ পড়ার সম্ভাবনা ৫৮.৮ লক্ষ, চলছে বিশেষ নিবিড় সংশোধন
Truth of Bengal: পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision বা SIR) প্রক্রিয়ার মাধ্যমে মোট প্রায় ৫৮.৮ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী, আগামী বছর শুরুর দিকে অনুষ্ঠিত হতে চলা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা পরিচ্ছন্ন করার এই প্রক্রিয়ায় এত বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার জন্য চিহ্নিত করা হয়েছে। সর্বশেষ গণনা অনুযায়ী, এনুমারেশন ফর্মের তথ্য যাচাইয়ের পর মোট ৫৮ লক্ষ ৮ হাজার ২০২ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্র বলছে, বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত গণনা শেষে বাদ পড়ার তালিকায় নাম থাকা ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬,০৮,০০২।
নির্বাচন কমিশন (EC) সূত্রের খবর অনুযায়ী, বাদ যাওয়া নামগুলির মধ্যে বিভিন্ন কারণ রয়েছে। রাজ্যে মৃত ভোটারের সংখ্যা এখন ২৪,১৮,৬৯৯ জন। এছাড়াও, ১২,০১,৪৬২ জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। বুথ লেভেল অফিসার (BLO) তিন বা তার বেশিবার কোনও ভোটারের বাড়িতে গিয়েও যদি তাকে খুঁজে না পান, তবে সেই ভোটারকে নিখোঁজ তালিকায় রাখা হয়েছে। অন্যদিকে, ১৯,৯৩,০৮৭ জন ভোটার আছেন, যাঁরা ঠিকানা পরিবর্তন করেছেন। একাধিক জায়গায় তাঁদের নাম ভোটার তালিকায় থাকায়, এক স্থান থেকে নাম বাদ দিয়ে সঠিক জায়গায় রাখা হবে। কমিশন ১,৩৭,৫৭৫ জন ভোটারকে ‘জাল’ (Fraudulent) বলে চিহ্নিত করেছে এবং খসড়া তালিকায় তাঁদের নাম থাকবে না। আরও ৫৭,৫০৯ জন ‘অন্যান্য’ (Other) শ্রেণিতে স্থান পেয়েছেন, তাঁদের নামও তালিকা থেকে বাদ যাবে।
পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা আগামী ১৬ ডিসেম্বর প্রকাশিত হবে। যদি সেই তালিকায় কোনো অভিযোগ বা ভুল থাকে, তবে তা কমিশনের কাছে জানানো যাবে। সেইসব অভিযোগের ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হবে। সমস্ত প্রমাণ যাচাই করার পর, কমিশন চূড়ান্ত তালিকা প্রস্তুত করবে। রাজ্যে ৪ নভেম্বর এনুমারেশন ফর্ম বিতরণের মাধ্যমে ভোটার তালিকার এই বিশেষ নিবিড় সংশোধনের কাজ শুরু হয়েছিল, যা ১১ ডিসেম্বর পর্যন্ত চলে। আগামী ২০২৬ সালের ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার উপর বারবার নির্বাচন কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন। তিনি হুমকি দিয়েছেন, এই প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের নাম বাদ গেলে তিনি দেশজুড়ে “তাঁদের ভিত্তি কাঁপিয়ে দেবেন”।
অন্যদিকে, বিজেপি এই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর মন্তব্যকে বিঘ্ন সৃষ্টি এবং রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বলে অভিযোগ করেছে। গত মাসে মুখ্যমন্ত্রী বনগাঁয় একটি বিশাল জনসভা করেন, যেখানে তিনি এই বিশেষ নিবিড় সংশোধনের বিরোধিতা করেন। তিনি বলেন, “যদি আপনারা বাংলায় আমাকে (রাজনৈতিকভাবে) নিশানা করার চেষ্টা করেন, আমি সারা দেশে আপনাদের ভিত্তি কাঁপিয়ে দেব। একটি আহত বাঘ আরও ভয়ঙ্কর।”






