ফের রাজ্যের জয়জয়কার, ৫৩৩টি প্রজাতির পাখি চিনে পাখি গণনায় প্রথম পশ্চিমবঙ্গ
West Bengal first in bird count

The Truth Of Bengal : ফের রাজ্যের জয়জয়কার। পাখি গণনায় দেশের মুখ উজ্জ্বল করল পশ্চিমবঙ্গ। উল্লেখ্য, সারা বিশ্বে পাখি প্রজাতিদের চিহ্নিত করতে আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয় ও অডবন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ১৯৯৮ সাল থেকে প্রতি ফেব্রুয়ারিতে শুরু হয় পাখিগণনা। ২০১৩ সাল থেকে এই গণনায় অংশ নিচ্ছে ভারতও। এ বছর ১৬-১৯ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এই গণনা করা হয়। দেশের ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকাগুলির প্রতিটিতেই পাখি দেখতে নেমেছিলেন পক্ষীপ্রেমীরা। তাতে সারা দেশে মোট ১০২৯টি প্রজাতির পাখির দেখা মিলেছে। তার মধ্যে ৫৩৩টি প্রজাতির দেখা মিলেছে এ রাজ্যেই । আর এ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রজাতির পাখি দেখা গিয়েছে দার্জিলিং জেলায়।
গত বছরও ৪৯৩টি প্রজাতি চিহ্নিত করে দেশের মধ্যে প্রথম হয়েছিল পশ্চিমবঙ্গই। এবারও ৫৩৩টি প্রজাতি চিনে দ্বিতীয়বার দেশের প্রথম স্থান অধিকার করল পশ্চিমবঙ্গ। তবে পাখি গণনা কিভাবে করা হয় তার উত্তরে ‘বার্ড ওয়াচার্স সোসাইটি’ নামে রাজ্যের একটি পাখিপ্রেমী সংস্থার সদস্য এবং চিকিৎসক কণাদ বৈদ্য জানিয়েছেন, যে এলকাকায় গণনা করা হয় তখন চার দিন সেই এলকার ছাদ, বারান্দা, উঠোন, জানলা, পুকুর-ঝিল বা যে কোনও জায়গা থেকে অন্তত টানা ১৫ মিনিট আশপাশে নজর রাখা হয়।
তাতে যেক’টি পাখি চোখে পড়ল, সেটাই গণনার অংশ। এই গণনায় হাওড়া, হুগলি মালদহ, উত্তর ২৪ পরগনার ১৩৩টি প্রজাতির পাখিকে চিহ্নিত করা হয়েছে। এছাড়াও মালদহে দেখা মিলেছে তখনই মালদহে জর্ডনের বাজপাখির (জার্ডনস বাজা। তবে পাখি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা বাড়ায় পাখিগণনায় আরও বেশি সুগম হয়েছে বলে জানিয়েছেন ‘বার্ড ওয়াচার্স সোসাইটি’র সদস্য সন্দীপ দাস। সবমিলিয়ে পাখি গণনায় ফের দেশের মধ্যে রাজ্য শীর্ষ স্থান দখল করায় খুশি রাজ্যের মানুষ।
FREE ACCESS