
The Truth of Bengal: নভেম্বর পেরিয়ে আসছে ডিসেম্বর। কিন্তু এখনও বঙ্গে তেমন উত্তরের হাওয়া ঢোকেনি। কাকভোরে হালকা ঠাণ্ডা পাওয়া গেলেও বেলা বাড়তে শীত উধাও। ফলে কবে থেকে জাকিয়ে ঠাণ্ডা পড়বে, সেই প্রশ্ন অনেকের মধ্যেই উঠতে শুরু করেছে। হাওয়া অফিস সূত্রের খবর, ডিসেম্বরের শুরুর দিকে শীতের আগমন ঘটবে বঙ্গে।
আবহাওয়া দফতর জানাচ্ছে চলতি সপ্তাহেই আবহাওয়ার বদল হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। কালো মেঘে ঢাকবে আকাশ। পাশাপাশি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। পশ্চিমের জেলাতেও তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে রাতের তাপমাত্রা বাড়বে। কমবে দিনের তাপমাত্রা।
আজ ও আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলা গুলিতে ঠান্ডা অনুভব হবে। সপ্তাহের শেষে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙ এ সামান্য বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রার সেরকম হেরফের হবে না। আগামী তিন চার দিন উত্তরবঙ্গে সমস্ত জেলায় তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।
Free Access