রাজ্যের খবর

“আমরা মনুকে ছাড়া বাঁচতে পারব না”- মেয়ের মৃত্যুর শোকে আত্মঘাতী দম্পতি

"We can't live without Manu"- couple commits suicide over daughter's death

The Truth Of Bengal: মেয়ের মৃত্যুর শোকে আত্মঘাতী দম্পতি। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বারাসত পুরসভার দু’নম্বর ওয়ার্ডের সপ্তর্ষিনগরে। পুলিস জানিয়েছে, মৃত দম্পতির নাম মৌসুমী মণ্ডল ও রঞ্জিত মণ্ডল। বন্ধ ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দম্পতির একমাত্র কন্যাসন্তান গত বছর ২০ জুলাই আত্মঘাতী হন। এরপর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন দম্পতি।

ফলে, হতাশার মধ্য দিয়েই জীবনযাপন করছিলেন। শুক্রবার সকালে বন্ধ ঘর থেকে দুর্গন্ধ পান এলাকার মানুষ। পরে ঘর থেকে দম্পতির পচাগলা দেহ উদ্ধার করে স্থানীয়রা। পরে, পুলিস এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।সুইসাইড নোটে ওই দম্পতি লিখেছেন, “আমাদের মৃত্যুর জন্য কেউ দায়ি নয়।

আমরা মনুকে ছাড়া বাঁচতে পারব না। তাই ওর কাছে চলে গেলাম। একটাই অনুরোধ সবার কাছে, রতন বাবুর ঘাটে।”পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতির ঘর থেকে দুর্গন্ধ বের হলে দেখা যায় মৃতদেহ পড়ে থাকতে। এই নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

Related Articles