সৌরশক্তি কাজে লাগিয়ে ওয়াটার পিউরিফায়ার তৈরি, উত্তরবঙ্গে বিকল্প জল পরিষেবায় খুশি সাধারণ মানুষ…
Water purifier made using solar energy, common people happy with alternative water service in North Bengal.

The Truth Of Bengal: রাজ্যে বিকল্প শক্তিতে জোর দেওয়া হচ্ছে। সৌরশক্তি কাজে লাগিয়ে ওয়াটার পিউরিফায়ার তৈরি করা হচ্ছে। সেই ওয়াটার পিউরিফায়ার পরিশ্রুত পানীয় জল সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে।উত্তরবঙ্গের ইসলামপুরে এই বিকল্প জল পরিষেবা নতুন মাত্রা যোগ করছে।তৃষ্ণা মেটাচ্ছে সাধারণ মানুষের।
দেশের সব রাজ্যে এখনও অপ্রচলিত শক্তির ব্যবহার সে ভাবে বেড়ে ওঠেনি। দেশে মোট উৎপন্ন বিদ্যুতের ১৩ শতাংশ অপ্রচলিত উৎস থেকে আসার পরিস্থিতি রয়েছে। কিন্তু বাস্তবে মিলছে মাত্র ৭ শতাংশ। কেন্দ্রীয় অপ্রচলিত শক্তি মন্ত্রক এই অবস্থায় দাঁড়িয়ে ২০১৭ সালের মধ্যে অপ্রচলিত উৎস থেকে বছরে অন্তত ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।বিকল্প শক্তির উৎপাদন বাড়াতে বিভিন্ন জেলায় মোট ১২০ মেগাওয়াটের নতুন সৌর বিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা করেছে রাজ্য। আগামী অর্থবর্ষ (২০১৯-২০) থেকে প্রকল্পগুলি বাস্তবায়নের পদ্ধতিগত কাজ শুরু হবে। ঠিক হয়েছে প্রতিটি প্রকল্পই সরকারি পতিত জমিতে গড়া হবে। বিদ্যুৎ দফতর সূত্রের খবর, ৬-১০ মেগাওয়াটের প্রকল্পগুলি রাজ্য মন্ত্রিসভার সায়ের জন্য পাঠানো হবে।
সোলার প্যানেল পিউরিফাই ওয়াটার কাজ শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের কুনন্দরগাঁও এলাকায় আজ গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার ও গ্রাম পঞ্চায়েতের সদস্যরামিলে এই কাজ শুরু করে , গ্রাম পঞ্চায়েতের প্রধান অজিত সরকার জানিয়েছেন পন্ডিত পোতা দুই গ্রাম পঞ্চায়েতে এখনো পর্যন্ত পাঁচটি সোলার প্যানেল পিউরিফাই ওয়াটারের কাজ করা হয়েছে পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের মানুষের একটি দাবি ছিল পানীয় জলের তবে মানুষের দাবি পূরণ করা হচ্ছে এবং এলাক বিভিন্ন কাজও করা হচ্ছে এবং পন্ডিতপোতা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন সব কাজ করা হচ্ছে রাস্তার সমস্যা হচ্ছে সেই সমস্যা খুবই দ্রুত সমাধান করা হবে। পন্ডিত পোতা ২ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা জানিয়েছেন আমাদের এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে গ্রাম পঞ্চায়েত থেকে পাঁচটি পানীয় জলের ট্যাংক বসানোর কাজ শুরু হয়েছে এতে আমরা খুশি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান কে ধন্যবাদ যাপন করেন স্থানীয় বাসিন্দারা।
Free Access