রাজ্যের খবর

ত্রিকোণ প্রেমের জেরেই কি খুন? বাসন্তীতে নাবালিকা ধর্ষণে উত্তাল এলাকাবাসী

Was the murder due to a love triangle? Locals are outraged over the rape of a minor in Basanti

Truth Of Bengal: দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর উত্তর চুনাখালি গ্রামে নাবালিকার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, ওই নাবালিকাকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে চাপা উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অষ্টম শ্রেণির ওই নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল বুদ্ধদেব সর্দার এবং বিনয় সর্দারের। তাদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতেন দীপেন কয়াল। প্রেমের এই টানাপোড়েন থেকেই নাবালিকাকে ধর্ষণ ও হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।

পুলিশ ইতিমধ্যেই বুদ্ধদেব, বিনয় এবং দীপেন—তিনজনকেই গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় অভিযুক্তরা নাবালিকাকে ডেকে এনে মদ্যপানের পর একটি ধানচাষের জমিতে নিয়ে গিয়ে গণধর্ষণ করে। এরপর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং মৃতদেহ মাটিতে পুঁতে ফেলে।

নাবালিকার পরিবার ১২ জানুয়ারি বাসন্তী থানায় নিখোঁজের অভিযোগ জানায়। পরিবারের অভিযোগ, পুলিশের ভূমিকা ছিল নিস্ক্রিয়। অবশেষে সোমবার পচাগলা অবস্থায় নাবালিকার মৃতদেহ উদ্ধার করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়।

বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেছেন, “এ ধরনের অপরাধে অভিযুক্তদের কোনওভাবেই ছাড় দেওয়া উচিত নয়।” পুলিশ ঘটনার গভীরে গিয়ে তদন্ত চালাচ্ছে। তিনজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানার চেষ্টা করছে। উত্তর চুনাখালি গ্রামে এখনও থমথমে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন।

Related Articles