যুদ্ধকালীন তৎপরতা রাজ্যের নির্বাচনী আধিকারিকের অফিসে, ওয়েবকাস্টিং নজরদারি চলছে ৪ লোকসভা কেন্দ্রের
Wartime alertness in State Election Officer's office, webcasting monitoring of 4 Lok Sabha constituencies

The Truth of Bengal: রাজ্যের ৪কেন্দ্রে ভোট চলছে কড়া নিরাপত্তায়। মালদা উত্তর,মালদা দক্ষিণ,মুর্শিদাবাদ,জঙ্গিপুর কেন্দ্রে মোতায়েন করা হয়েছে ৩৩৪কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আর এই নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যুদ্ধকালীন তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে রাজ্যের নির্বাচনী আধিকারিকের অফিসে।সেখান থেকেই ওয়েবকাস্টিংয়ের মনটরিং বা নজরদারি করা হয়। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে গণতন্ত্রের উৎসবের কর্মষজ্ঞ সামলানো হয়।
কমিশনের দেওয়া তথ্য অনুসারে, মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র মিলিয়ে অভিযোগ জমা পড়েছে প্রায় ২৫৬। বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে মোট অভিযোগের সংখ্যা ২৯৮। এছাড়াও মালদার দুই লোকসভা কেন্দ্রে মোট অভিযোগ জমা পড়েছে ২৯৮টি। সেখানে বিজেপি তরফ থেকে অভিযোগ জমা পড়েছে – ৬ টি, সিপিআইএম-এর তরফ থেকে অভিযোগ জমা পড়েছে – ১৩৪ টি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে – ৬ টি, কংগ্রেসের তরফ থেকে অভিযোগ জমা পড়েছে – ১৭ টি।
এই অভিযোগগুলো বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে জমা করা হয়েছে ই-মেল মারফত, এসএমএস মারফত, এনজিআরএসের মাধ্যমে। নানা মাধ্যম দিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এই অভিযোগগুলি জমা পড়েছে।কমিশন সমস্ত অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি নির্বিঘ্নে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।