দেশমসনদের লড়াইরাজ্যের খবর
Trending

আর্লি ভোটদানের অভ্যাস বজায় প্রবীণ থেকে মধ্যবয়স্কদের মধ্যে, কী বলছে বেলা ১ টার ভোটের ট্রেন্ড?

Loksabha Election 2024

The Truth Of Bengal: বেলা ১টা তেই ৫০ শতাংশর বেশি ভোট পড়ল বাংলার ৩ লোকসভা কেন্দ্রে। প্রচণ্ড গরমের জন্য এবার সকাল সকাল ভোট দেওয়ার প্রবণতা দেখা যায়।চড়া রোদের চোখরাঙানির কথা মাথায় রেখে  ভোটাররা পৌঁছে যায় ভোটকেন্দ্রে।আসলে চিকিত্সকরা ফুটন্ত গরমের জন্য রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।তাই স্বস্তি পেতে অনেকেই সাতসকালে দাঁড়ান ভোটের লাইনে। জলপাইগুড়িতে কিছুটা বৃষ্টি হলেও বাকি ২জেলায় আবহাওয়ার মেজাজ ছিল চড়া। ভোটের ট্রেন্ড বলছে, প্রবীণ থেকে মধ্যবয়স্ক অধিকাংশ মানুষই আর্লি ভোটদানের অভ্যাস বজায় রেখেছেন। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে – ৫০.৯৬%।পর্যবেক্ষকরা বলছেন,উষ্ণ আবহাওয়ার প্রভাব পড়েছে ভোটদানে।

৩জেলায় তাপমাত্রা ৩৩ডিগ্রির কাছে রয়েছে।   রুখা-সুখা কোচবিহার,আলিপুরদুয়ার বা জলপাইগুড়ির তাপমাত্রা আগামী ৩দিন ২থেকে ৩ডিগ্রি সেলসিয়াস বাড়বে।জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও বাকি ২জেলায় কোনও বৃষ্টির প্রবণতা দেখা যায়নি।তাই  প্রবল গরম আর অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোটাররা সকালকেই ভোটদানের জন্য বেছে নেন।গণতন্ত্রের মহাশক্তি প্রয়োগ করে দাঁড়ান লাইনে।বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেউ মাথায় ছাতা,কেউ আবার রোদচশমা পরে গরমের মাঝে উত্সবে অংশ নেন।বলা হয়, রাজনীতি সচেতন বাংলার মানুষ,এখন সেই বাংলার ভোটাররাও যে আবহাওয়া সচেতন তা প্রমাণ হল। তথ্য বলছে, কোচবিহার লোকসভা কেন্দ্রে  এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪ জন প্রার্থী।মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। মোট বুথের সংখ্যা প্রায় ২০৪৩ টি ।এই ২০৪৩টি বুথেই দেখা যায় সকাল থেকে লম্বা লাইন।

কোচবিহারের পাশাপাশি,আলিপুরদুয়ারও জলপাইগুড়িতে একই ট্রেন্ড দেখা যায়।আলিপুরদুয়ারে  মোট বুথের সংখ্যা – ১১৬৭ টি। ভোটারের সংখ্যা ১৭লক্ষ ৭২ হাজার,৮৭৭জন।১১৬৭ বুথে সকাল সকাল ভোটদানের ঝোঁক দেখা যায় ভোটারদের মধ্যে।এছাড়াও জলপাইগুড়িতে এবার লড়াই করছেন বিভিন্ন দলের ১২জন প্রার্থী।১৮লক্ষ ৮৫হাজারের ওপর ভোটার ১৯০৪টি বুথকেন্দ্রে গিয়ে তাঁদের পবিত্র অধিকার প্রয়োগ করেন।এই প্রান্তিক জেলাতেও হিথস্ট্রোক বা ডিহাইড্রেশনের কথা মাথায় রেখে প্রবীণ ও মধ্যবয়স্ক ভোটাররা সকাল সকাল গিয়ে ভোট দেওয়ার চেষ্টা করেন।যারজন্য সকালে বুথে বুথে ৩ লোকসভা কেন্দ্রে প্রবল ভিড় দেখা যায়।

সূর্যরশ্মির প্রখরতার কথা মাথায় রেখে ভোটারদের এই আর্লি ভোটিং ট্রেন্ড বাংলার নির্বাচনের উত্সবে আলাদা প্রভাব ফেলেছে।তাপমাত্রার জন্য ভোটের এই প্রবণতা বদল যে স্পষ্ট তা বলাই যায়। কমিশনের তথ্য বিশ্লেষণ করে পর্যবেক্ষকরা বলছেন,সকাল ৯টা পর্যন্ত ভোটদানের হার ছিল ১৫শতাংশ,সকাল ১১টা পর্যন্ত ভোটদানের হার ছিল ৩৩.৫৬শতাংশ।আর দুপুর ১টা পর্যন্ত ভোটদানের হার দাঁড়ায়-

 

Related Articles