কলকাতারাজ্যের খবর
মুখ্যমন্ত্রীর পদ চাইনা, চাই নির্যাতিতা বিচার পাক: সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী
Waiting for 2 hours, no live telecast of pending cases: Chief Minister at press conference

Truth Of Bengal:
- ২ ঘন্টা ১০ মিনিট ধরে অপেক্ষা করছি
- বৈঠকের জন্য আমরা প্রথমে চিঠি দিয়েছিলাম
- ২ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কোনো রেসপন্স পাওয়া যায়নি ডাক্তারদের তরফ থেকে
- আমরা বলেছিলাম খোলা মনে আলোচনায় আসুন, কথা বললে সমস্যার সমাধান হয়
- সুপ্রিম কোর্ট পারে, আমরা লাইভ স্ট্রিমিং করতে পারি না: মমতা
- এর আগে ২ দিন ডাক্তারদের জন্য ২ ঘন্টা ধরে অপেক্ষা করেছি
- আমরা বিচারাধীন মামলা নিয়ে লাইভ টেলিকাস্ট করতে পারিনা
- পুরো বৈঠকের ভিডিও রেকর্ডিং করার ব্যবস্থা করেছিল প্রশাসন
- পরে সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে সেটা শেয়ার করাই যেত
- বড় হিসাবে ছোটদের ক্ষমা করে দেওয়াই রীতি, এটা সৌজন্য: মমতা
- ডাক্তারদের মোবাইল নিয়ে ঢুকতে বারণ করা হয়, আমি নিজেও মোবাইল নিয়ে ঢুকিনি : মমতা
- সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করিনি
- বৈঠকে না এলেও ডাক্তারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নয়
- ছোটদের ক্ষমা করে দেওয়াটা বড়োদের ধর্ম
- কর্মবিরতির জেরে রাজ্যে ২৭ রোগীর মৃত্যু
- প্রায় ৭ লক্ষ রোগী পরিষেবা না পেয়ে সমস্যায়
- আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি
- জনগণ চাইলে আমি পদত্যাগ করতেও রাজি: মুখ্যমন্ত্রী মমতা
- জুনিয়র ডাক্তারদের আন্দোলনে এসমা জারি নয়
- কাজে ফিরতে ফের বার্তা মুখ্যমন্ত্রীর
- মুখ্যমন্ত্রীর পদ চাইনা, চাই নির্যাতিতা বিচার পাক: মুখ্যমন্ত্রী