রাজ্যের খবর

জলপাইগুড়িতে দেওয়াল লিখনের মাধ্যমে ভোটের প্রচার পর্ব শুরু

Voting campaign started with wall writing in Jalpaiguri

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- দেওয়াল লিখনের মাধ্যমে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস কর্মীরা জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছে মমতা ব্যানার্জি।

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডা; নির্মল চন্দ্র রায়। প্রার্থী ঘোষণার পরেই মঙ্গলবার থেকে শুরু করে দিল লোকসভা ভোটের প্রচার তৃণমূল কংগ্রেস জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে। মঙ্গলবার রাজগঞ্জের বাবু পাড়ায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে লোকসভা ভোটের প্রার্থী ডাক্তার নির্মল চন্দ্র রায়ের সমর্থনে দেওয়াল লিখন এর মাধ্যমে ভোটের প্রচার শুরু করা হল।

দেওয়াল লিখন করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জিকে, সাথে ছিলেন মহিলা সভার নেত্রী সারবানি ধারা, ললিত রায়, এম ডি সলেমান, সুমিত দত্ত, অহিদার রহমান সহ অনেকে। এই বিশয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি জানায় লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলার প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায় এর নাম ঘোষণা করেছে দলনেত্রী মমতা ব্যানার্জি। তার সমর্থনে দেওয়াল লিখন এর মাধ্যমে লোকসভা ভোটের প্রচার শুরু করে দেওয়া হলো। গত লোকসভা ভোটে ভালো ফল করতে না পারলেও এবার লোকসভা ভোটে বিপুল ভোটে জয়লাভ করবে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায়।

FREE ACCESS

Related Articles