রাজ্যের খবর

ক্যাম্পাস সৌন্দর্যায়নের কাজ শুরু করলো বিশ্বভারতী বিশ্ববিদলায় কর্তৃপক্ষ

Visva-Bharati University authorities begin campus beautification work

Truth of Bengal: সৌতিক চক্রবর্তী, বোলপুর: ক্যাম্পাসের সৌন্দর্যায়নের কাজ শুরু করল কবিগুরুর স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তারজন্য নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ। শান্তিনিকেতন রোড থেকে ক্যাম্পাসে প্রবেশের মুখে পশু চিকিৎসালয় সংলগ্ন পরিত্যক্ত ভবনটি ভাঙতে চলেছে কর্তৃপক্ষ। কয়েক বছর আগে যেটি সাব রেজিস্ট্রি অফিস নামে পরিচিত ছিল। বিশ্বভারতীর নির্দেশে ওই সাব রেজিস্ট্রি অফিস উঠে যাওয়ার পর এযাবৎ বিশাল জায়গাজুড়ে অবস্থিত শতাব্দী প্রাচীন বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। প্রবেশের মুখে যা অত্যন্ত বেমানান বলে অনেকের মনে হয়েছে। তাই বোলপুর দমকল বিভাগের উল্টোদিকের ওই বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য প্রবীরকুমার ঘোষ। এর পাশাপাশি, দমকল বিভাগের পাশেই মজে যাওয়া জলাশয়টিকেও সংস্কার করার কাজ শুরু হয়েছে। দু’টি জায়গাতেই বাগান করার মাধ্যমে সৌন্দর্যায়ন করা হবে বলে বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে।

শান্তিনিকেতন বর্তমানে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তাই বিশ্বভারতীতে যোগদানের পরে ক্যাম্পাসে সৌন্দর্যায়নে জোর দিয়েছেন উপাচার্য। যে পরিত্যক্ত ভবনটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২০১৩ সাল পর্যন্ত সেটি বোলপুরে সাব-রেজিস্ট্রি অফিস বলে পরিচিত ছিল। কিন্তু পরবর্তীতে ওই অফিস বোলপুরের নেতাজি বাজারে স্থানান্তরিত হয়। বর্তমানে জায়গাটি আগাছা, নোংরা আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। যা বিশ্ববিদ্যালয়ে নান্দনিক রুচির ও ঐতিহ্যের পরিপন্থী।

বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক বলেন, জায়গাটিকে বাতিস্তম্ভ দিয়ে সাজিয়ে বয়স্কদের বসার ব্যবস্থার পাশাপাশি শিশুদের খেলাধুলার ব্যবস্থা করা হবে। বাড়িটি ভেঙে সেখানে বাগান করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, দু’টি জায়গাতেই প্রাথমিকভাবে কাজ শুরু হয়েছে। জায়গাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর বিশ্ববিদ্যালয়ের বাগান বিভাগ সেখানে সৌন্দর্যায়নের কাজ শুরু করবে।

Related Articles