রাজ্যের খবর

মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়েছে: মমতা

Violence in Murshidabad was planned and spread: Mamata

Truth Of Bengal: মুর্শিদাবাদে পরিকল্পনা করে হিংসা ছড়ানো হয়েছে। মুর্শিদাবাদ সফরে গিয়ে বহরমপুরে এই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বহিরাগত রাত এই অশান্তি ছড়িয়েছে। দাঙ্গার নেপথ্যে কারা রয়েছে তার খোঁজ নিয়েছি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িক অশান্তি করে ক্রিমিনালরা। মুর্শিদাবাদে দাঙ্গা নিয়ে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, দুজনকে সরিয়ে নিয়ে গেছে বিজেপি। দু’তিনজন বিরোধী নেতা মুর্শিদাবাদে দাঙ্গায় উস্কানি দিয়েছে বলে অভিযোগ তাঁর। মমতার হুঁশিয়ার, নোংরা রাজনীতি করবেন না। ধর্মের নামে ভুল কথা প্রচার করবেন না। সব তথ্য সংগ্রহ করছে রাজ্য সরকার। অপরাধী কেউ ছাড় পাবে না। মমতা বলেন, ভুল কথা প্রচার করেছে বহিরাগতরা। যারা দাঙ্গা লাগায় তারা বাংলার শত্রু।

এদিন জরির সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, মুর্শিদাবাদের হিংসার প্রকৃত সত্য সামনে আসবে।বিজেপির বোঝা উচিত সাম্প্রদায়িক দাঙ্গা যারা করে তাদের আমি অপরাধী বলে মনে করি। দু’তিনজন লোক আছে যারা গন্ডগোল পাকাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। বহিরাগতরা মুর্শিদাবাদে এসে অশান্তি ছড়িয়েছে। পরিকল্পনামাফিক অশান্তি ছড়ানো হয়েছে। অশান্তি, চক্রান্ত,ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে রাজ্য। কোনভাবেই এই অপকর্ম বরদাস্ত করা হবে না।

Related Articles