রাজ্যের খবর

বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, পদত্যাগের দাবি গ্রামবাসীদের

Villagers demand BJP panchayat chief's resignation over corruption allegations

Truth Of Bengal: মানুষকে পরিষেবা না দিয়ে পঞ্চায়েত প্রধান দুর্নীতি করছেন। অবৈধভাবে লিজ দিয়ে পুকুরে নোনা জল ঢুকিয়ে গ্রামবাসীদের হেনস্থা করছে। মিলছে না কোনও মিঠে জল। এই অভিযোগ করে বিজেপি শাসিত রায়দিঘি পঞ্চায়েতের প্রধানের পদত্যাগ দাবি করলেন দলমত নির্বিশেষে মানুষ। এমনকি পরিবেশ ধ্বংস করে ম্যানগ্রোভ নিধনের গুরুতর অভিযোগ উঠেছে  গেরুয়া পদাধিকারীদের বিরুদ্ধে। তাই ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে গর্জে উঠেছেন জনতা।

জনরোষ এভাবেই বিস্ফোরক আকার নিচ্ছে। রাজনীতি নিরপেক্ষ মানুষ বিজেপি পরিচালিত রায়দিঘি পঞ্চায়েতের কাজে বেজায় ক্ষুব্ধ। তাই দলমত নির্বিশেষে মানুষ সবকিছুর উর্ধ্বে উঠে পঞ্চায়েতের পরিবেশ ধ্বংসকারী কাজের বিরুদ্ধে সোচ্চার।আসলে বিজেপির পঞ্চায়েত কায়েমী স্বার্থচক্রকে প্রশয় দিয়ে পরিষেবা লাঠে তুলছেন।

অবৈধ লিজ দিয়ে পুকুরে মিঠে জলের জায়গায় নোনা জল ঢুকিয়ে পরিবেশ নষ্ট করছে,সরব হয়েছেন গ্রামবাসীরা। প্রধান বিশ্বজিত সাহার নেতৃত্বাধীন বোর্ডের বিরুদ্ধে একযোগে স্বর তুলছেন নিরীহ খেটে খাওয়া মানুষ। কোনও রং নয়,গ্রাম বাঁচাতে,পরিবেশ বাঁচাতে তাঁরা হাতে হাত ধরে প্রতিবাদে সামিল। অবস্থান বিক্ষোভ থেকে দাবি আদায় করে আনতে মরিয়া। প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ায় এখন গেরুয়া পদাধিকারীরা সোচ্চার।

বিজেপি শাসিত গ্রাম পঞ্চায়েতের প্রধানকে দুর্নীতির অভিযোগে ভিতরেই আটকে রেখে দরজার সামনে বিক্ষোভ দেখান দলমত নির্বিশেষে মানুষ।রাজনীতি থাক রাজনীতির জায়গায় কিন্তু সমাজের স্বার্থে পরিবেশ রক্ষার তাগিদ থেকে এখন গ্রামের স্থানীয় সরকারের হাল ফেরানো হোক,এই দাবি তুলেছেন দলমত নির্বিশেষে মানুষ।

অভিযোগ, প্রধান বিশ্বজিৎ সাহার মদতে এক ব্যক্তি অবৈধভাবে ম্যানগ্রোভ কেটে নদীর চরে নৌকা তুলেছে, ম্যানগ্রোভ কেন কাটা হল যতক্ষণ পর্যন্ত না তার উত্তর পাওয়া যাচ্ছে ততক্ষণ এই অবরোধ  চলবে। ঘটনাস্থলে রায়দিঘির বিশাল পুলিশ।সন্ধ্যায় ঘেরাও মুক্ত  হন প্রধান। যদিও প্রধান এই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি। তাই জনতার দাবি মেনে পঞ্চায়েত দুর্নীতিরোধে ব্যবস্থা না নিলে প্রতিবাদের ঝড় উঠবে বলে গ্রামবাসীরা মনে করিয়ে দিয়েছেন। জাহেদ মিস্ত্রির রিপোর্ট।

Related Articles