জয়নগরে বেসরকারি খনির বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদ অব্যাহত
Villagers continue to protest against private mining in Jaynagar

Truth Of Bengal: আসানসোলের জামুড়িয়া ব্লকের জয়নগর গ্রামে চিরুলিয়া এলাকায় অবস্থিত একটি বেসরকারি ওপেন কাস্ট খনির বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে স্থানীয় মানুষজন। বিগত কয়েকদিন ধরেই এই খনির বিরুদ্ধে লাগাতার প্রতিবাদে সামিল হয়েছেন গ্রামের বাসিন্দারা। রাস্তা কেটে দেওয়া, স্থানীয় বেকারদের চাকরি না দেওয়া, জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হওয়া এবং লাগাতার ব্লাস্টিংয়ের ফলে বাড়িঘরে ফাটল ধরা—এইসব কারণেই উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা।
গ্রামবাসীরা জানিয়েছেন, খনির সম্প্রসারণের জন্য তাদের গ্রামের একটি প্রধান রাস্তা কেটে ফেলা হয়েছে, যার ফলে সাধারণ যাতায়াতে প্রচণ্ড সমস্যা দেখা দিচ্ছে। আরও অভিযোগ উঠেছে, খনির কারণে গ্রামে জলের উৎস নষ্ট হয়ে গিয়েছে, জলসংকট চরমে পৌঁছেছে এবং বিদ্যুৎ সরবরাহও অত্যন্ত অনিয়মিত হয়ে পড়েছে।
সবচেয়ে বড় অভিযোগ, খনিতে নিয়মিত ব্লাস্টিংয়ের কারণে অনেক বাড়িতে ফাটল দেখা দিয়েছে। এতে যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—যতদিন না তাদের সব দাবি পূরণ হচ্ছে, ততদিন খনির কাজ বন্ধ রাখতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই বলেন, “আমাদের ছেলেরা বেকার। অথচ বাইরের লোকদের এখানে কাজ দেওয়া হচ্ছে। আমাদের রাস্তা কেটে দেওয়া হয়েছে, জল নেই, বিদ্যুৎ নেই — এভাবে আর চলতে পারে না।”
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে চিরুলিয়া ফাঁড়ির আইসি ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি আন্দোলনকারীদের আশ্বাস দেন, স্থানীয় বেকারদের নামের তালিকা তৈরি করে খনি কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। প্রশাসনের এই আশ্বাসে কিছুক্ষণ পরেই অবরোধ প্রত্যাহার করেন গ্রামবাসীরা, তবে জানিয়ে দেন, দাবি না মানা হলে আবার আন্দোলনে নামবেন।
এই প্রতিবাদে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ এখনও পর্যন্ত খনি কর্তৃপক্ষ বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।