রাজ্যের খবর

বরফে মুড়ে গিয়েছে বিস্তীর্ণ এলাকা, সিকিম এখন সুইৎজারল্যান্ড, দেখুন ভিডিয়ো

Vast areas covered in snow, Sikkim is now Switzerland

Truth Of Bengal: নর্থ সিকিমের কাটাও ও ইয়ামথাম ছাড়া আরও বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে সেখানে এখন পর্যটকদের ভিড়। প্রতি বছরের এটা চেনা ছবি। তবে নর্থ সিকিমের কাটাও এবং ইয়ামথামে সকাল থেকে ঝলমলে আকাশ থাকার কারণে তুষারপাতের স্বাদ নিতে পারেননি পর্যটকরা। তাতে কি? চারিদিকে যে ভাবে বরফ জমে আছে তাতে খুশি পর্যটকরা।

শীত বিদায় নিতেই উত্তর সিকিমের কাটাও ও ইয়ামথামে বরফের স্বাদ নিতে ভিড় জমিয়েছেন পর্যটকেরা। উত্তর সিকিমের তুষারপাত নজর কাড়ে পর্যটকদের। এই অভূতপূর্ব দৃশ্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকরা আসেন। তারা তুষারপাতের দৃশ্য ক্যামেরাবন্দি করেন এবং জমে থাকা বরফ নিয়ে খেলায় মেতে ওঠেন। উত্তর সিকিমের রাস্তার দু’ধারে বরফে মুড়ে যায়।

গাছ, গাড়ি, বাড়ি— সব কিছুর ওপরই বরফের আচ্ছাদন দেখা যায়। এই অপরূপ সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে। একদিকে সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করে, তেমনই তুষারপাত উপভোগ করতেও পর্যটকরা ছোটেন সেখানে। নর্থ সিকিমের কাটাও ও ইয়ামথাম ছাড়া আরও বেশ কিছু সুন্দর জায়গা রয়েছে সেখানেও পর্যটকেরা ভিড় জমিয়েছেন। তবে নর্থ সিকিমের কাটাও এবং ইয়ামথামে সকাল থেকে ঝলমলে আকাশ থাকার কারণে তুষারপাতের স্বাদ নিতে পারেননি পর্যটকরা।

বরফের স্বাদ নিয়ে আনন্দ উচ্ছ্বাসে মাতলেও তুষার পাতের দেখা না মেলায় কিছুটা মন খারাপ পর্যটকদের। তুষারপাত না হলেও এই সিকিমকে দেখে মনে হতে পারে ঠিক যেন সুইজারল্যান্ড। সাদা বরফের চাদরে মোড়া চারপাশ। এমন অবস্থায় উত্তর সিকিমের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী তুষারপাতের যে ছবি দেখা যায় সেটা হলে আরও বেশি খুশি হতেন পর্যটকরা। তবে বরফের যে আচ্ছাদনে মুড়ে আছে উত্তর সিকিম, সেটাও কম পাওনা নয়।

Related Articles