রাজ্যের খবর

মর্মান্তিক! খেলতে গিয়ে বাড়ির সামনের খালে পড়ে মৃত্যু শিশুর

এই বিষয়ে শিশুটির পিসি প্রশাসনের কাছে আবেদন করেন, খালের ধারে রেলিং দেওয়ার জন্য।

হুগলি, রাকেশ চক্রবর্তী: খেলতে গিয়ে বাড়ির সামনে খালে পড়ে গিয়ে মৃত্যু শিশুর। মর্মান্তিক ঘটনা ঘটেছে উত্তরপাড়া পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে। এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এলাকাবাসীর দাবি, খাল পাড়ে শিশুদের নিরাপত্তার জন্য গার্ডরেল বা ব্যারিকেডের ব্যবস্থা করা থাকলে অকালে এই ভাবে ছোট শিশুদের প্রাণ যাবে না।

এই বিষয় স্থানীয় কাউন্সিলর সুমিত চক্রবর্তী জানান, রবিবার বিকালে এই ঘটনা শোনার পরই পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা টিমের সদস্যদের।সন্ধ্যা থেকেই খোঁজাখুঁজি শুরু হয়। কিন্তু দু’দিন খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মঙ্গলবার সকালে মাখলার দিকে ২০ নম্বর ওয়ার্ডে খাল পাড় এলাকায় শিশুটির দেহ উদ্ধার করা হয়।পরিবার সূত্রে দাবি করা হয় মাথায় আঘাত ছিল। মৃত্যু শিশুটির নাম ঋষি জয়সারা(৩)। বাবা রবি জয়সারা পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। এই বিষয়ে শিশুটির পিসি প্রশাসনের কাছে আবেদন করেন, খালের ধারে রেলিং দেওয়ার জন্য।

Related Articles