রাজ্যের খবর

ডেপুটেশনে আরবান আশা কর্মীরা, ছয় দফা দাবি জানিয়ে ন্যায্য স্বীকৃতির আর্জি

Urban ASHA workers on deputation, demand 6-point demand for fair recognition

Truth of Bengal: জলপাইগুড়িতে ছয় দফা দাবিকে কেন্দ্র করে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নের জলপাইগুড়ি শাখা। সোমবার জেলার জলপাইগুড়ি, ধূপগুড়ি, মাল ও ময়নাগুড়ি পুর এলাকার আরবান আশা কর্মীরা এই দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ অসীম হালদারের কাছে স্মারকলিপি জমা দেন।

আশা কর্মীদের মূল দাবিগুলির মধ্যে ছিল—মাসিক সম্মানী ১৫ হাজার টাকা বৃদ্ধি, স্থায়ী কর্মীর স্বীকৃতি ও সমকাজে সমবেতন, পিএফ ও ইএসআই-এর সুবিধা, অফিসিয়াল পরিচয়পত্র প্রদান, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং হয়রানি বন্ধ, আরবান আশা হিসেবে সরকারি স্বীকৃতি ও স্বাস্থ্য দপ্তরের অধীনে আনা, এবং অবসরকালীন ভাতা হিসেবে ৫ লক্ষ টাকা প্রদান।

ডঃ অসীম হালদার জানান, “আশা কর্মীদের দাবিগুলি বিবেচনা করে যা জেলা স্তরে করা সম্ভব, তা দ্রুত করা হবে। বাকি যেগুলি রাজ্য স্তরের বিষয়, সেগুলো যথাযথ দপ্তরে পাঠানো হবে।”

এই দাবিগুলির প্রতি সমর্থন জানিয়ে উপস্থিত কর্মীরা জানান, তারা দীর্ঘদিন ধরে অবহেলিত, অথচ কোভিড ও অন্যান্য জরুরি পরিস্থিতিতে সামনের সারিতে থেকে কাজ করে চলেছেন। এবার ন্যায্য দাবির স্বীকৃতি না মিললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Related Articles