রাজ্যের খবর

বাগডোগরায় কিশোরীর অস্বাভাবিক মৃত্যু! উদ্ধার ঝুলন্ত দেহ

Bagdogra

The Truth of Bengal: বাগডোগরার খান্না হোটেল সংলগ্ন এলাকায় একটি গাছ থেকে এক কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতা বাগডোগরা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী বলে জানা গিয়েছে। মৃতের বয়স ১৭ বছর।

পরিবার সূত্রের খবর, গতকাল সন্ধ্যায় পারিবারিক অশান্তির কারণে বাড়ি থেকে বেরিয়ে পড়ে সঙ্গিতা। এরপর রাতভর পরিবার ও স্থানীয়রা খোঁজাখুঁজি করেও সঙ্গিতাকে খুঁজে পায়নি পরিবার। তবে আজ এলাকারই একটি গাছে ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা।

এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে বাগডোগরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Free Access

Related Articles