রাজ্যের খবর

অস্বাভাবিক মৃত্যু, ড্রেন থেকে উদ্ধার দেহ , চাঞ্চল্য এলাকায়

Unnatural death, body recovered from drain, sensational area

The Truth Of Bengal: জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের সিকারপুর এলাকায় মঙ্গলবার সকালে ড্রেন থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ । ঘটনাটিকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পরিবারে সুত্রে জানা গেছে রবিবার বিশ্বনাথ বসাক (৫৩) নামের এক ব্যক্তি রান্নার কাজের জন্য গিয়েছিল মুরগী ভিটা গ্রামে। এরপর রাতে বাড়ি না আসায় বিভিন্ন জায়গাতে খোজ শুরু করা হয়েছিল। রবিবার থেকে নিখোঁজ ছিল বিশ্বনাথ। সোমবার বেলাকোবা পুলিস ফাঁড়ি তে নিখোঁজের লিখিত অভিযোগ করেছিল পরিবারের সদস্যরা । মঙ্গলবার সকালে হঠাৎ শিকারপুরের হাটের বাগানের শেষ প্রান্তের ড্রেনের মধ্যে থেকে ওই ব্যক্তির মৃতদেহ দেখতে পায় এলাকার কিছু লোক। তার পরেই বেলাকোবা পুলিশ কে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলাকোবা ফাঁড়ির পুলিস । মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজগঞ্জ গ্রামীন হাসপাতালে পাঠিয়েছে পুলিশ, মৃত ব্যক্তির ভাই নারায়ন বসাক জানায় রান্নার কাজে গিয়ে দুদিন হল নিখোঁজ ছিল। মঙ্গলবার সিকারপুর হাটের পাসে একটি নালাতে ওই দেহ উদ্ধার হয়। যেভাবে মৃতদেহ টি পড়ে ছিল তাতে অনুমান করা হচ্ছে কেউ মেরে সেখানে ফেলে রেখে গেছে। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

FREE ACCESS

Related Articles