রাজ্যের খবর

কেন্দ্রীয়মন্ত্রীকে তালাবন্দি করে বিক্ষোভ, ধুন্ধুমার বাঁকুড়ায়

Union minister locked in party office

The Truth of Bengal: বঙ্গ বিজেপির অন্দরে অন্তর্কলহ দেখেছিল বঙ্গবাসী। এবার কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন দলীয় কর্মীরাই। ঘটনাটি ঘটেছে, বাঁকুড়ায়। স্থানীয় সূত্রের খবর, দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি অফিসের কার্যালয়েই তালাবন্দি করা হয় কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে। তাঁকে ঘিরে প্রবল বিক্ষোভ দেখাতে থাকেন দলীয় কর্মী সমর্থকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একাংশ বিজেপি কর্মীর অভিযোগ, কিছুজনকে ৫ লক্ষ টাকার বিনিময়ে কল্যাণীর এইমসের চাকরি পাইয়ে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। পাশাপাশি মোটা টাকার বিনিময়ে দলের পদও তিনি বিক্রি করেছেন। এরই প্রতিবাদে ফেটে পড়েন অনেকে। মঙ্গলবার বিজেপির একাংশের তরফে প্রবল বিক্ষোভ দেখানো হয়। পার্টি অফিসে তাঁকে আটকে রেখে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বাইরে ব্যাপক বিক্ষোভ দেখান কর্মীরা। পরে পুলিশ এসে তাঁকে বের করেন।