
Truth Of Bengal: ফের আক্রান্ত পুলিশ। আইনশৃঙ্খলা সামলাতে গিয়ে একাংশের আক্রমণের মুখে পড়ল পুলিশ বাহিনী। ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়িতেও। প্রথমে মুর্শিদাবাদের জঙ্গিপুরেও অশান্তি ছড়িয়েছিল। আর এবার সেই চিত্র দেখা গিয়েছে বিষ্ণুপুর থানার আমতলায়। তা নিয়ে ছড়িয়ে উত্তেজনা।
ওয়াকফ আইনের প্রতিবাদে এবার রণক্ষেত্রের আকার ধারণ করল আমতলা। অবরুব্ধ হয়ে পড়েছে ১১৭ জাতীয় সড়ক। তাতে এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেইসঙ্গে পুলিশের গাড়িতে হামলা চালানোর ঘটনা ঘটে। চলে দেদার ভাঙচুর। একথায় বলা যায়, ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুরের ঘটনার একই চিত্র দেখা গেল এবার আমতলায় । ইতিমধ্যেই গোটা এলাকা জুড়ে মোতায়েন রয়েছে সুবিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে পুলিশ।
গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়। এর আগে হুগলির চাঁপদানীতেও পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বলা বাহুল্য, এই প্রথম নয়। এরআগেও রাজ্যে পুলিশের ওপর হামলার ঘটনার ঘটেছে। তা নিয়ে সরব হয়েছিল রাজ্য প্রশাসন। এই আবহে এবার আমতলায় ঘটল পুলিশের ওপর হামলা।