রাজ্যের খবর

অস্বস্তিতে বঙ্গ বিজেপিতে, পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ ৬০টি পরিবার

Uncomfortable in Bengal BJP, 60 families left Padma and joined Ghasphule

The Truth Of Bengal, Bankura:  ইন্দাসে ব্লক সভাপতির হাত ধরে বিজেপির প্রাক্তন মন্ডল নামে এক সভাপতি সহ ৬০টি পরিবারে শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলেন। আড়িতে কার্যতই খুশি তৃণমূল কর্মী সমর্থকরা।

লোকসভা নির্বাচনের আগে ভাঙ্গন বিজেপিতে। বাঁকুড়া জেলার অন্তর্গত ইন্দাসে তৃণমূল জনগর্জনের প্রস্তুতি সভা চলাকালীন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শেখ হামিদের হাত ধরে ৬০ টি পরিবার থেকে প্রায় শতাধিক বিজেপি কর্মী এবং একজন বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি তৃণমূলে যোগদান করেন।

এদিকে নবাগত তৃণমূল কর্মীদের দাবি, লোকসভা নির্বাচনে সৌমিত্র খাঁকে টিকিট দেওয়ার জন্য তারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। বিজেপির সাংসদ বা বিধায়ক এলাকায় উন্নয়ন কোনো উন্নয়ন করেনি তার জন্য এই সিদ্ধান্ত। বিধায়ক নির্মল কুমার ধারা এবং বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কে বহুবার বললেও কোনরকম এলাকায় উন্নয়ন হয়নি। যে কারণে দিদির উন্নয়ন যজ্ঞে সামিল হতে তারা তৃণমূলে যোগদান করল।

FREE ACCESS

Related Articles