অস্বস্তিতে বঙ্গ বিজেপি, পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ ৭০ টি পরিবার
Uncomfortable Bengal BJP, 70 families left Padma and joined Ghasphule

The Truth Of Bengal: লোকসভা নির্বাচনের আগে বড় ভাঙ্গন বিজেপি। তৃণমূলের কর্মীসভা চলাকালীন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রায় ৭০ টি পরিবার।
জানা যায়, বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার অন্তরগত মৌঠা অঙ্গনওয়াড়ি স্কুল মাঠে কুণ্ডলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে একটি কর্মী সভা করা হয়। এই সভায় প্রায় ৭০ টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি এই সভা চলাকালীন তৃণমূল কংগ্রেসের কর্মী সভা চলাকালীন তৃণমূলের অঞ্চল ও ব্লক নেতৃত্বদের কাছে কিছু স্থানীয় তৃণমূল কংগ্রেসের সমর্থক বিভিন্ন রকম অভিযোগ করলেন।
তৃণমূলের সমর্থিত গ্রামবাসীদের অভিযোগ, “আমরা ঠিকমতো পানীয় জল ও বিভিন্ন রকম সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আর এই বিষয় নিয়ে কোন্ডলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আশীষ মন্ডল জানিয়েছেন, ওই বুথটি বিজেপির মেম্বার থাকার জন্য ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছেন না। স্থানীয় গ্রামবাসীদের তিনি আশ্বাস দিয়েছেন যে তাদের যা অভাব অভিযোগ তা স্থানীয় পঞ্চায়েতে গিয়ে জানাতে। এদিকে তাদের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা আশীষ মন্ডল।