ইস্কন মন্দির ও মাহেশে মহা ধুমধামের সাথে পালিত হল উল্টোরথ যাত্রা, উচ্ছাসে মাতলেন দেশি-বিদেশি ভক্তরা
Ultorath Yatra was celebrated with great fanfare at ISKCON temple and Mahesh, local and foreign devotees cheered

The Truth of Bengal: মাসির বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরলেন জগন্নাথ ,বলরামও সুভদ্রা। তাই সোমবার ধুমধামের সঙ্গে রাজ্যে পালিত হয় উল্টোরথ। মায়াপুরের ইসকনের মতোই মাহেশেও বিশেষ আড়ম্বরের সঙ্গে এই উত্সব পালিত হয়।ভক্তরা প্রভুকে দর্শনও আর্শীবাদ নেওয়ার জন্য বিশেষ উত্সাহের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন।
৫৩ বছর বাদে এবার দু-দিন ধরে পালিত হয়েছে রথযাত্রা। গত ৭ ও ৮ জুলাই রথযাত্রা পালিত হয়। ৭ তারিখ রবিবার যাত্রা শুরু করলেও মাসি গুণ্ডিচার বাড়ি পর্যন্ত রথ পৌঁছয়নি। পরের দিন সকালে আবার রথ টেনে নিয়ে যাওয়া গুণ্ডিচা মন্দিরে। এর আগে ১৯৭১ সালে দু-দিন ধরে রথযাত্রা হয়েছিল পুরীতে। তাই এবার উল্টোরথও দুদিন ধরে চলবে। পুরীতে ১৬ জুলাই মঙ্গলবার পালিত হবে উল্টোরথ যাত্রা। কিন্তু কলকাতার ইস্কন মন্দিরে ও মাহেশে সোমবার উল্টোরথ পালিত হল। মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে মহাসমারোহে উল্টো রথ উৎসব পালিত হয়। সকাল থেকেই মায়াপুর ইসকন মন্দির কে অন্যরূপে সুসজ্জিত করা রথের রশিতে টান দেওয়ার জন্য দূর দুরন্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ এসে উপস্থিত হন। দেশীয় ভক্তবৃন্দ নয়, বিদেশি ভক্তবৃন্দদেরও উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
সকাল থেকেই বেশিরভাগ সময় মায়াপুর ইসকন মন্দিরের চারপাশে শোনা যায় হরিনাম সংকীর্তন। শুধু রথ নয়,. বিভিন্ন ট্যাবলো সাজিয়ে আকর্ষণীয় করে তোলা হয় রথের উৎসবকে। চন্দ্রোদয় মন্দির অর্থাৎ জগন্নাথ দেবের মাসির বাড়িতে সাতদিন অস্থায়ীভাবে তার আরাধনা চলে। এরপর সোমবার মায়াপুর ইসকন থেকে পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে রাজাপুরের জগন্নাথ দেবের মূল মন্দিরে প্রবেশ করেন জগন্নাথ,বলরামও সুভদ্রা। এক প্রকার বলা যেতেই পারে বর্ণনাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে আজকে ধুমধাম এর সাথে পালিত হল উল্টোরথ যাত্রা।উপভোগ করেন বিদেশী ভক্তরাও।
এদিকে,আট দিন মাসির বাড়িতে কাটিয়ে সোমবার বিকালে ঐতিহাসিক মাহেশের প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা বিশাল সুউচ্চ রথে করে রওনা দেন দেড় কিলোমিটার দূরবর্তী নিজগৃহের উদ্দেশ্যে। চারটে বাজার সঙ্গে সঙ্গেই জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে রথ। রথযাত্রার জন্য পুলিশ প্রশাসন সুশৃঙ্খল ব্যবস্থাপনা করে।