রাজ্যের খবর

মুর্শিদাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও দুই

Two more arrested in Murshidabad father-son murder case

Truth Of Bengal: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামশেরগঞ্জ সফরের ঠিক আগে মুর্শিদাবাদের জাফরাবাদ গ্রামে বাবা-ছেলে খুনের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম আজফারুল শেখ (বিল্লি) এবং মনিরুল শেখ (মনি)। তাদের বাড়ি সামশেরগঞ্জের শুলিতলা এলাকায়।

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার অমিতকুমার সাউ জানান, নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে এই গ্রেফতারি হয়েছে। এখন পর্যন্ত ওই ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে এসটিএফ রবিবার রাতে ঝাড়খণ্ডের সরাইকেলা এলাকায় অভিযান চালিয়ে আজফারুলকে গ্রেফতার করে। অন্যদিকে, বীরভূমের রামপুরহাট এলাকা থেকে মনিরুলকে ধরা হয়। ঘটনার পর দু’জনেই আত্মগোপন করেছিল।

পুলিশের দাবি, আজফারুল জাফরাবাদে উন্মত্ত জনতাকে নেতৃত্ব দিয়েছিল এবং সরাসরি বাবা-ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। মনিরুলও দুষ্কৃতী দলের নেতৃত্বে ছিল। তাদের বিরুদ্ধে খুন ছাড়াও বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, সামশেরগঞ্জ এবং আশপাশের এলাকায় এখনও পর্যন্ত ১৮৬টি মামলা রুজু করা হয়েছে। এলাকায় একাধিক পুলিশ ক্যাম্প বসানো হয়েছে। অশান্তির ঘটনায় যারা যুক্ত, তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বাস দিয়েছে।

Related Articles