হাতির হানায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু,পাশে থাকার আশ্বাস পরিষদের সভাপতি
Two brothers from the same family die in elephant attack, council president assures to be by their side

Truth of Bengal: শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত নকশালবাড়ি ব্লকের কেষ্টপুরে হাতির হানায় একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতদের নাম সঞ্জয় ওরাও, অজয় ওরাও। দুজনেই নকশালবাড়ি ব্লকের হাতিঘিসা মৌরি জোতের বাসিন্দা। জানা গিয়েছে বুধবার গভীর রাতে নিরাপত্তারক্ষীর কাজ শেষ করে বাইকে করে বাড়িতে ফেরার সময় সঞ্জয় ওরাও এবং অজয় ওরাও কেষ্টপুরে হাতির মুখে পড়েন।
তখনই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় ও অপরজন গুরুতর আহত হয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা ট্রাফিক গার্ড ও বাগডোগরা রেঞ্জের বনকর্মীরা। এরপর আহতকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এই খবর পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।
অপরদিকে এদিন মৃতদের পরিবারের সদস্যের সঙ্গে দেখা করেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ। এবং পাশে থাকার আশ্বাসের পাশাপাশি এলাকায় স্ট্রিট লাইটের ব্যবস্থা করার আশ্বাস দেন তিনি। অন্যদিকে কার্শিয়াং ডিএফও দেবেশ পান্ডে জানিয়েছেন পরিবারের সদস্যদের আর্থিক সহায়তায় বিষয়টি দেখা হচ্ছে এবং রাতের সময় মানুষকে সচেতনতা অবলম্বন করে চলার বার্তা দেন।