
The Truth of Bengal: ভ্যানে তল্লাশি চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ কাফ সিরাপ বাজেয়াপ্ত করল বিএসএফ। ঘটনাটি ঘটেছে, ভারত-বাংলাদেশ সীমান্ত বসিরহাটের হাসনাবাদের সৈয়দপুরে। চোরাচালানের অভিযোগ দুজনকে পাকড়াও করা হয়েছে। ধৃত দুজনই নাকি বিজেপিনেতা।
বিএসএফ সূত্রের খবর, সীমান্তে টহলদারির সময়, একটি ভ্যানকে দেখে সন্দেহজনক মনে হয়। ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করা হলে, তাদের মধ্যে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। এরপরেই ভ্যানে রাখা মালপত্রে তল্লাশি শুরু হয়। দেখা যায়, অন্যান্য মালের মধ্যে লোকানো ছিল, ২৪ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ এবং দুটি মোবাইল ফোন। পাচারকারীদের প্রশ্ন করা হলে, তারা কোনও সদুত্তর দিতে পারেনি। এরপরেই দুজনকে পাকড়াও করা হয়। ধৃত দুজনের নাম ভোলা দাস ও পল্টু দাস।
স্থানীয় সূত্রের খবর, ধৃত দুজনেই স্থানীয় বিজেপি নেতা বলে পরিচিত। ভোলা ও পল্টুর নাম কাফ সিরাপ পাচারকারীদের তালিকায় ওঠায়, অবাক হয়েছেন অনেকে। ভোলা দাস টাকি নগরের বিজেপির শক্তি প্রমুখ ও পল্টু দাস টাকি পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কমিটির সদস্য।
ধৃতদের আজ বারাসত আদালতে পেশ করা হয় এবং পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা।