বহরমপুরে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার দুই! উদ্ধার আগ্নেয়াস্ত্র
Two arrested in Baharampur shooting incident! Firearms recovered

Truth of Bengal: মুখ্যমন্ত্রী আসার আগে বহরমপুরে চললো এলোপাথাড়ি গুলি। রবিবার রাতে বহরমপুরেবহরমপুরের মধুপুর এলাকার ঘটনা। সেখানে একটি ক্লাব প্রাঙ্গণে স্থানীয় এক তৃণমূল কর্মীকে ঘিরে শূন্যে ছয় থেকে সাত রাউন্ড গুলি চালায় কয়েকজন দুষ্কৃতি। এছাড়া বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় গুরুতর ভাবে আহত হন ওই এলাকার একজন সক্রিয় তৃণমূল কর্মী মিঠু জৈন সহ আরও একজন। বর্তমানে তাদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনার পর আক্রান্তরা লিখিত অভিযোগ দায়ের করা হয় বহরমপুর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বহরমপুর থানার পুলিশ।
তবে মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহুর্তে বহরমপুর শহরে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বহরমপুর শহরবাসীর মধ্যে। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আয়ুষ সাহা এবং সুমন চৌধুরী নামে দুই প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে।