স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে অশান্তি, প্রথম স্ত্রীর মামার হাতে খুন প্রৌঢ়
Turmoil over husband's second marriage, murder by first wife's maternal uncle

The Truth Of Bengal : দ্বিতীয় বিয়ে নিয়ে অশান্তির জেরে প্রথম পক্ষের স্ত্রীর মামার হাতে খুন হতে হলো জামাইকে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার সুতি থানার অন্তর্গত সাজুরমোড় সংলগ্ন এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা যায়, প্রায় ১২ বছর আগে প্রথমবার বিয়ে করেছিলেন মহাসিন শেখ নামের এক ব্যক্তি। ওই ব্যক্তি ইটভাটায় শ্রমিকের কাজ করতে। কিন্তু কয়েক বছর আগে আবার বিয়ে করেন ওই ব্যক্তি। আর তা নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে অশান্তি শুরু হয়। প্রথম স্ত্রীর নাম রুনি খাতুন। রুনি তার স্বামীর নাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরপর দম্পতির মধ্যে শুরু হয় ভয়ানক অশান্তি। শুক্রবার রাতে কাজ ফেটে বাড়ি ফিরছিলেন মহসিন। ঠিক সেই সময় তাকে একা পেয়ে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করেন রুনির মামা। রুনির সঙ্গে অশান্তির জেরে রুনির মামা মহসিনকে খুন করেন বলেই অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে মৃতদেহটিকে জঙ্গিপুর হাসপাতালে পাঠায় ময়না তদন্তের জন্য।
পুলিশের প্রাথমিক অনুমান, মহসিনকে গলার নলী কেটে খুন করা হয়েছে। ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। এই গোটা ঘটনায় রণক্ষেত্র রূপ নেয় গোটা এলাকা।