রাজ্যের খবর

বিমানের ‘এমার্জেন্সি এক্সিট’ খোলার চেষ্টা, কেন এমনটা করলেন যাত্রী ?

Trying to open the 'emergency exit' of the plane, why did the passenger do this?

The Truth Of Bengal : হায়দ্রাবাদ থেকে কলকাতাগামী একটি বিমানের এক বিমান যাত্রীর কাণ্ডে তীব্র চাঞ্চল্য ছড়ালো। বিমানযাত্রীর বিরুদ্ধে অভিযোগ, বিমান ইমারজেন্সি গেট খোলার চেষ্টা করেন তিনি। আর ঠিক এই কারণেই বাকি যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সূত্রের খবর, মঙ্গলবার হায়দ্রাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ই ৬৪৯৪ বিমানটি নিজাম শহর থেকে দমদম বিমানবন্দরের দিকে অবতরণ করছিল। বিমানটি অবতরণের পর ১৮ এফ সিটে বসা যাত্রী আবুজার মন্ডল কেবিন ক্রুদের নির্দেশ না মেনে বিমানের ডানার ওপরে থাকা ওভারউইং এক্সিট স্টার বোর্ড সাইট ফ্ল্যাপ খোলার প্রচেষ্টা করছিলেন। এরপর বিমানের ক্রু মেম্বাররা তাকে বাধা দেওয়ার জন্য বহুবার চেষ্টা করে। কিন্তু তা সত্ত্বেও তিনি কারো কথায় কান না দিয়ে ইমারজেন্সি ফ্ল্যাপটি খোলার প্রচেষ্টা চালিয়ে যান।

এরপর বিমান কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর আধিকারিকদের খবর দেওয়া হলে কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি ফোর্স সেখানে উপস্থিত হয়। এরপর তারা ওই যাত্রীকে বিমান থেকে নিচে নামিয়ে আনেন। ওই যাত্রীকে আনরুলি হিসেবে চিহ্নিতও করা হয়। বিমানবন্দর সূত্রে খবর, পরবর্তীকালে ওই বিমানযাত্রীকে নেতাজি সুভাষচন্দ্র বোস বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে বিমানবন্দর সংলগ্ন এলাকায়।

Related Articles