সীমান্তে আটকে ট্রাক ভর্তি পেঁয়াজ, কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা
Onions stuck at the border

The Truth of Bengal: অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা মাথা রেখে পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে কেন্দ্রীয় সরকার। আচমকা নিষেধাজ্ঞা জারি হতেই ফাঁপরে ব্যবসায়ীরা। সরকারি নিষেধাজ্ঞার জন্য ঘোজাডাঙা সীমান্তে আটকে রয়েছে কোটি কোটি টাকার পেঁয়াজ। কি হবে এত মজুত পেঁয়াজ নিয়ে তাই নিয়ে চিন্তায় ঘুম ছোটার জোগাড় রফতানিকারক ব্যবসায়ীদের। বিক্রি না করতে পারলে, কেন্দ্রীয় সিদ্ধান্তে কোটি কোটি টাকা ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। ৩১ মার্চ পর্যন্ত কোনও পেঁয়াজ পাঠানো হবে না বাংলাদেশে। আর এই সিদ্ধান্তের জেরেই বাংলাদেশেরর বাজারে পেঁয়াজের দাম চড়চড় করে বাড়ছে।ইতিমধ্যে দাম ডবল সেঞ্চুরি হাঁকিয়েছে!ওপার বাংলায় যখন পেঁয়াজের দাম আগুন,এপার বাংলায় তখন পেঁয়াজ ট্রাকের মধ্যে নষ্ট হচ্ছে। শুধু ঘোজাডাঙা সীমান্তেই মজুত রয়েছে ৫০ট্রাক পেঁয়াজ। ৭ডিসেম্বর থেকে প্রায় ২হাজার টন পেঁয়াজ গাড়িতে পড়ে পড়ে মার খাচ্ছে। যার বাজারদর প্রায় ১৪ থেকে ১৫কোটি টাকা এমনকি বেশ কিছু পেঁয়াজে পচনও ধরতে শুরু করেছে।
কী হবে কোট কোটি টাকার এই মূল্যবান পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ বেচাকেনার রাস্তা কীভাবে মিলবে ? আচমকা পেঁয়াজ বিক্রি বন্ধ করে দিলে তার ফল ভুগতে হবে তাঁদেরই। ট্রাক ভর্তি পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কায় এখন ঘুম ছোটার জোগাড় ব্যবসায়ীদের।
ঘোজাডাঙ্গা সীমান্তে সরকারি গোডাউন না থাকার ফলে একাধিক বেসরকারি গোডাউনে রাখতে হচ্ছে পেঁয়াজ।যারজন্য ভাড়া দিতে হচ্ছে ৫০ হাজার টাকা ।একদিকে বিদেশী পেঁয়াজ পাঠিয়ে মোটা টাকা আয়ের সুযোগ থমকে যাওয়া আর অন্যদিকে সরকারি গোডাউনের অভাবে পেঁয়াজ নষ্ট হওয়ার আশঙ্কা কার্যতঃ এপার বাংলার ব্যবসায়ী থেকে ট্রাকের মালিক সবাইকেই ভাবাচ্ছে।