খারাপ আবহাওয়ায় কপ্টার অবতরণে সমস্যা, দার্জিলিংয়ের সভায় থাকতে পারলেন শাহ
Troubled landing of copter in bad weather, Shah was able to attend the meeting in Darjeeling

The Truth of Bengal: দার্জিলিংয়ের সভায় হাজির হতে পারলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতভর বৃষ্টির জন্য খারাপ আবহাওয়ায় অমিত শাহের কপ্টার অবতরণে সমস্যা হয়। বিজেপি প্রার্থী রাজু বিস্তার সমর্থনে লেবংয়ের সভায় পৌঁছতে না পারায় সভায় হাজির হতে পারলেন না। শনিবার রাতেই শিলিগুড়ি পৌঁছেছিলেন শাহ৷ রাতে শিলিগুড়ির হোটেলে ছিলেন তিনি। সেখান থেকে কপ্টারে তাঁর সভাস্থলে যাওয়ার কথা ছিল।
সকালে শিলিগুড়ির সুকনার হোটেল থেকে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন অমিত শাহ ৷ সেখান থেকে হেলিকপ্টারে ওঠেন ৷ হেলিকপ্টারটি পাহাড়ের উদ্দেশে রওনা দিলেও আকাশে বেশ কয়েকবার পাক খেয়ে বাগডোগরা বিমানবন্দরেই ফিরে আসে৷ কিছুক্ষণ পর অমিত শাহ বিহারের কাটিহারের উদ্দেশে রওনা দেয়৷
এদিন রাজু বিস্তার সমর্থনে সভা শুরু হওয়ার কথা ছিল সকাল ১১টায়। যে মাঠে সভা হওয়ার কথা, সেখানে সকালেই বেশ ভাল হয়। কপ্টার নামার মতো অনুকূল আবহাওয়া না থাকায় দার্জিলিঙে সভা করতে পারলেন না শাহ। সভায় পৌঁছতে হলে তাঁকে সড়কপথে যেতে হতো। তবে সেটা সময় সাপেক্ষ হওয়ায় শাহ কপ্টারে উড়ে যান পাশের বিহারে। তবে ওই সভায় তিনি মোবাইলে বার্তা দেন। মাইকে যা শোনানো হয় কর্মী-সমর্থকদের।