রাজ্যের খবর

পূর্ণিমায় ভরা কোটালে বিপত্তি, জলে ভাসল মুখ্যমন্ত্রীর বাড়ি

Trouble in Kotal full of full moon, Chief Minister's house floated in water

Truth Of Bengal: ! এই দৃশ্য গত বৃহস্পতিবার দুপুরে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির গেট থেকে মূল দরজা পর্যন্ত উঠোন এবং বাগান জলে ভেসে গেছে। সেদিন মুখ্যমন্ত্রী পাঁশকুড়া এবং উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন, সেখানেই তিনি শুনেন যে তাঁর বাড়িতে জল ঢুকেছে এবং বাড়ির সদস্যদের সাবধান করে দেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে কোটালের জল নামতে কিছু সময় লাগবে।

কালীঘাটের পাশ দিয়ে টালি নালা প্রবাহিত হয়েছে। ভরা কোটালে গঙ্গার জলস্ফীতির ফলে এই নালা সংলগ্ন এলাকাগুলিতে প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রীর বাড়ি এই অঞ্চলে অবস্থিত বলে আগেও বেশ কয়েকবার জল ঢুকেছে, কিন্তু এবারের জলের পরিমাণ আগের থেকে বেশি। বৃহস্পতিবার দুপুরে মমতা যখন উদয়নারায়ণপুরে বন্যা পরিস্থিতি দেখছিলেন, তখনই তাঁর বাড়ি জলমগ্ন হওয়ার খবর পান। সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, “ভরা কোটালের জল আমার বাড়িতেও ঢুকেছে। খবর পেয়ে আমি লতাকে (অভিষেকের মা) বললাম, সবাইকে সাবধানে সরিয়ে নিতে। তিনি সবসময় আমার সঙ্গে থাকেন। জল নামতে ৩-৪ ঘণ্টা লাগবে।”

গত কয়েক দিনের টানা বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা বন্যায় ভুগছে। মুখ্যমন্ত্রী গত দুদিন ধরে এই এলাকাগুলি পরিদর্শন করেছেন এবং ডিভিসি-কে বারবার দোষারোপ করেছেন। তিনি ডিভিসির সাথে সম্পর্ক ছিন্ন করার কথাও বলেছেন। রাজ্যবাসীর জলযন্ত্রণার পাশাপাশি নিজের বাড়ির সমস্যার কথাও সাংবাদিকদের জানিয়েছেন, যদিও এই দুই পরিস্থিতি পৃথক।

Related Articles