রাজ্যের খবর

লোকসভা নির্বাচনের দিন ঘোষণার পরেই জলপাইগুড়িতে জোর কদমে প্রচার শুরু তৃণমূলের

Trinamool started campaigning vigorously in Jalpaiguri after the announcement of Lok Sabha election date

The Truth Of Bengal: জলপাইগুড়ি -কল্যান চন্দ- এবার বড় সভার প্রতি আগ্রহ না দেখিয়ে বাড়ি বাড়ি গিয়ে প্রচারে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই রকম ছবি দেখা গেল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের জঙ্গল ঘেসা শিমুলগুড়ি গ্রামে। শুধু বাড়ি বাড়ি নয় গ্রামের মহিলাদের নিয়ে বিশেষ সভা করেন তৃণমূল নেতৃত্বরা।

১৯ শে জুলাই লোকসভা নির্বাচন। ইতিমধ্যে প্রচারের ময়দানে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ির বিভিন্ন জায়গায়, ভারতীয় জনতা পার্টির প্রার্থী চূড়ান্ত না হওয়ায় বিজেপির পক্ষ থেকে সেই রকম ভোটের প্রচার চোখে পড়ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভোটের প্রচার শুরু করে দেওয়া হয়েছে। কখনো প্রার্থী কে সাথে নিয়ে কখনোবা তৃণমূলের নেতৃত্বরা নিজেরাই কর্মীদের সাথে নিয়ে প্রচারে ব্যস্ত থাকতে দেখা যায়।

মঙ্গলবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের মান্তা দাড়ি গ্রাম পঞ্চায়েতের সরস্বতীপূর চা বাগান, ললিতাবাড়ি, শিমুলগুড়ি, গেট বাজার, টাকিমারি গ্রামে বাড়ি গিয়ে ভোটের প্রচার শুরু করেন। এই প্রচারে উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি , রণবীর মজুমদার, রুপালী দে সরকার, ললিত রায় সহ অনেককে। প্রচারে বেরিয়ে অরিন্দম ব্যানার্জি জানান, “এবার আমরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচারের উপর জোর দিয়েছি। কারণ সাধারণ মানুষের সাথে আমরা সারা বছর থাকি। তাদের সুখ দুঃখ আমরাই দেখব। সাধারণ মানুষ কে দিদির উন্নয়ন এর কথা বলা হচ্ছে। ভালো সাড়াও মিলছে।”

Related Articles