রাজনীতিরাজ্যের খবর
Trending

বহরমপুরে তৃণমূল নেতা খুনে আটক ২, ঘটনায় সুপারি কিলারের যোগ, অনুমান পুলিশের,

Trinamool leader's murder in Baharampur arrested 2, betel killer is involved in the incident, police guess,

The Truth OF Bengal: বহরমপুরে তৃণমূল নেতা খুনে আটক ২। বাইকে করে তিনজন দুষ্কৃতী এসে হামলা চালায় বলে অনুমান পুলিশের। সুত্র মারফত জানা যাচ্ছে, সুপারি কিলার দিয়ে খুন করা হয়েছে সত্যেন চৌধুরীকে।রাজনৈতিক না ব্যাবসায়িক কারণে খুন, তা এখনও স্পষ্ট নয়।

রবিবার দুপুরে মুর্শিদাবাদে শুটআউটের ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসা শুরুর পর মৃত্যু হয় গুলিবিদ্ধ তৃণমূল নেতা সত্যেন চৌধুরীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদের বহরমপুরে। ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজে শুরু তল্লাশি। জানা গিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই ২ জনকে আটক করে পুলিশ।

তৃণমূল নেতা সত্যেন চৌধুরী মুর্শিদাবাদের বহরমপুরের বাসিন্দা ছিলেন। এলাকায় যথেষ্ট প্রভাব তাঁর। সূত্রের খবর, রবিবার দুপুরে বাড়ির কাছেই একটি ফ্ল্যাটের নিচের দোকানে বসেছিলেন সত্যেনবাবু। অভিযোগ, সেই সময় বাইকে করে দুই দুষ্কতী এসে একদম কাছ থেকে গুলি চালায় সত্যেনকে লক্ষ্য করে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই তৃণমূল নেতা। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সঙ্গে সঙ্গে ৩ চিকিৎসকের তত্ত্বাবধান শুরু হয় অস্ত্রোপচার। তবে শেষরক্ষা হয়নি। কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় ওই তৃণমূল নেতার। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

Free Access

Related Articles